গবেষণাভিত্তিক চিকিৎসা শিক্ষা ব্যবস্থার ওপর স্বাস্থ্য উপদেষ্টার গুরুত্বারোপ

বাসস
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১৬:০০
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। ফাইল ছবি

ময়মনসিংহ, ১৭ জুলাই, ২০২৫ (বাসস): স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম গতকাল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং হবিরবাড়ী মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেছেন। 

এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও সেবা বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন। সেবার মান, ওষুধ প্রাপ্তি, চিকিৎসা কার্যক্রমসহ নানা বিষয় সম্পর্কে তিনি খোঁজখবর নেন।

পরে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ ক্যাম্পাসে যান এবং কলেজের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। স্বাস্থ্য উপদেষ্টা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। মতবিনিময়কালে তিনি চিকিৎসা শিক্ষার গুণগতমান বজায় রাখা, মানবিক মূল্যবোধসম্পন্ন চিকিৎসক গড়ে তোলা এবং গবেষণাভিত্তিক শিক্ষা ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস, অধ্যক্ষ অধ্যাপক ডা. নাজমুল আলম খান ও ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলমসহ স্থানীয় স্বাস্থ্য প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা : জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও দৃশ্যমান
ভূটানকে ৩-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ
জুলাই গণঅভ্যুত্থানের ১১ মাসেও আওয়ামী আইনজীবীদের সরিয়ে নতুন প্যানেল নিয়োগ দিতে পারেনি দুদক
নারী ফুটবলে ট্রান্সফারে বিশ্ব রেকর্ড অলিভিয়া স্মিথের
ইসির নতুন নীতিমালা : নির্বাচন পর্যবেক্ষক হতে এইচএসসি পাস ও ২১ বছর নির্ধারণ
গণ-অভ্যুত্থানকালে সংঘটিত ঘটনায় ১২টি মামলায় চার্জশিট দেয়া হয়েছে
শহীদ হান্নানের একমাত্র সন্তান কোনোদিন বাবার মুখ দেখবে না
শহীদ জিয়া’র মাজার এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’ এর পরিচ্ছন্নতা অভিযান
রাজনৈতিক দলগুলোকে কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করতে হবে : এ্যানি
রাশিয়া ইউক্রেনকে এক হাজার সেনার মরদেহ হস্তান্তর করেছে
১০