সৎ মানুষকে দলে অন্তর্ভুক্ত করতে হবে : রুহুল কবির রিজভী

বাসস
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ০০:১৩

সাভার, ১৭ জুলাই, ২০২৫ (বাসস) : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা সমাজের ভালো ও সৎ মানুষ তাদের দলের সদস্য করতে হবে। শিক্ষক, উকিল, চাকুরীজীবি, পোশাক শ্রমিকসহ যাদের সমাজে সুনাম রয়েছে তাদেরকে দলে নিতে হবে।

আজ বৃহস্পতিবার বিকেলে সাভারের ব্যাংক কলোনী মাদ্রাসা মসজিদ প্রাঙ্গনে সাভার পৌরসভা, থানা ও আশুলিয়া থানা বিএনপির উদ্যোগে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে সভায় তিনি এ কথা বলেন।

দেশব্যাপী ১ কোটি নতুন সদস্য সংগ্রহের টার্গেট নিয়ে কর্মসূচি শুরু হয়েছে উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, বিএনপি বড় ও জনপ্রিয় একটি রাজনৈতিক দল। ফাঁক-ফোকর দিয়ে এই দলে কিছু দুষ্কৃতিকারী ঢুকতে পারে। তবে আমরা সজাগ রয়েছি, কেউ যদি সন্ত্রাসী, চাঁদাবাজ, খুনীসহ ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের বিএনপিতে নেয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, নির্বাচিত সরকার এলেই সব ঠিক হয়ে যাবে। মিটফোর্ড হাসপাতালের ঘটনা উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, এ ঘটনায় বিএনপি কঠোর ব্যবস্থা নিয়েছে। এখন এ ঘটনার বিচার করবে আদালত, কিন্তু একটি রাজনৈতিক দল এ নিয়ে রাজনীতি করছে। 

সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টুর সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় বিএনপির সহ- পরিবার কল্যাণ সম্পাদক ডা. দেওয়ান সালাউদ্দিন, ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাক, সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল প্রমুখ উপস্থিত ছিলেন। 

এর আগে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ধামরাইয়ে বিএনপির নতুন সদস্য সংগ্রহের কার্যক্রমের উদ্বোধন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হবিগঞ্জের বানিয়াচংয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ
সুনামগঞ্জে বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে দুর্গাপূজা
খুলনায় রোটারী স্কুলের সুবর্ণজয়ন্তীতে ২ দিনব্যাপী আয়োজন
লেবাননে ইসরাইলের হামলায় নিহত ২
সীতাকুণ্ডে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
চাঁদপুরের পদ্মা-মেঘনায় ২২ দিন মাছ ধরা বন্ধ
কবিরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতারা
ইন্দোনেশিয়ার স্কুলের ধ্বংসস্তুপের নিচে আর কেউ বেঁচে নেই
বরিশালে দশমী বিহিত পূজা অনুষ্ঠিত
ইসরাইলি বাধা সত্ত্বেও গাজায় ত্রাণবহরের চাপ অব্যাহত
১০