সৎ মানুষকে দলে অন্তর্ভুক্ত করতে হবে : রুহুল কবির রিজভী

বাসস
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ০০:১৩

সাভার, ১৭ জুলাই, ২০২৫ (বাসস) : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা সমাজের ভালো ও সৎ মানুষ তাদের দলের সদস্য করতে হবে। শিক্ষক, উকিল, চাকুরীজীবি, পোশাক শ্রমিকসহ যাদের সমাজে সুনাম রয়েছে তাদেরকে দলে নিতে হবে।

আজ বৃহস্পতিবার বিকেলে সাভারের ব্যাংক কলোনী মাদ্রাসা মসজিদ প্রাঙ্গনে সাভার পৌরসভা, থানা ও আশুলিয়া থানা বিএনপির উদ্যোগে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে সভায় তিনি এ কথা বলেন।

দেশব্যাপী ১ কোটি নতুন সদস্য সংগ্রহের টার্গেট নিয়ে কর্মসূচি শুরু হয়েছে উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, বিএনপি বড় ও জনপ্রিয় একটি রাজনৈতিক দল। ফাঁক-ফোকর দিয়ে এই দলে কিছু দুষ্কৃতিকারী ঢুকতে পারে। তবে আমরা সজাগ রয়েছি, কেউ যদি সন্ত্রাসী, চাঁদাবাজ, খুনীসহ ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের বিএনপিতে নেয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, নির্বাচিত সরকার এলেই সব ঠিক হয়ে যাবে। মিটফোর্ড হাসপাতালের ঘটনা উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, এ ঘটনায় বিএনপি কঠোর ব্যবস্থা নিয়েছে। এখন এ ঘটনার বিচার করবে আদালত, কিন্তু একটি রাজনৈতিক দল এ নিয়ে রাজনীতি করছে। 

সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টুর সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় বিএনপির সহ- পরিবার কল্যাণ সম্পাদক ডা. দেওয়ান সালাউদ্দিন, ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাক, সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল প্রমুখ উপস্থিত ছিলেন। 

এর আগে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ধামরাইয়ে বিএনপির নতুন সদস্য সংগ্রহের কার্যক্রমের উদ্বোধন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মতিঝিল সেনা কল্যাণ ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
সৎ মানুষকে দলে অন্তর্ভুক্ত করতে হবে : রুহুল কবির রিজভী
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথমবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির বিভিন্ন হলে কর্মসূচি পালন
সবার সম্মিলিত প্রচেষ্টার ফল এই জুলাই বিপ্লব : জান্নাত তাবাসসুম
জামায়াতের সমাবেশ শনিবার 
স্টারলিংক-এর ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বে স্পেসএক্স  প্রতিনিধিদল ঢাকায় আসছে আজ
বান্দরবানে মাইন বিস্ফোরণে আহত ৬ জনকে বিজিবির সহায়তা
‘জুলাই শহীদ স্মরণে’ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ ও আলোচনা সভা
ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা : জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও দৃশ্যমান
ভূটানকে ৩-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ
১০