সাতক্ষীরায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতীকী ম্যারাথন

বাসস
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১৭:২৯
ছবি: বাসস

সাতক্ষীরা, ১৮ জুলাই ২০২৫ (বাসস): জেলায় আজ ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার সকালে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ম্যারাথনটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে খুলনা রোড মোড় ও নারিকেলতলা মোড় হয়ে জেলা স্টেডিয়াম সংলগ্ন টেনিস গ্রাউন্ডে গিয়ে শেষ হয়। 
এরপর সেখানে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, জেলা জামায়াতে আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আরাফাত হোসাইন, সাবেক সদস্য সচিব সোহাইল মাহাদিন, সাবেক মুখপাত্র মোহিনী তাবাসসুম, শহিদ আসিফ হাসানের ভাই রাকিব হাসান।

এ কর্মসূচিতে সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ, আন্তর্জাতিক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ওমর ফারুক, জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, জেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ  কুমার নাথ, জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম টুটুল, জেলা ক্রীড়া কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বান্দরবানে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সিলেটে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত
ডিবি পরিচয়ে ৩০ লাখ টাকা ছিনতাইয়ের মূলহোতা জাকির রিমান্ডে
জুলাই শহীদদের স্মরণে ঢাকায় এবি পার্টির প্রতীকী কফিন মার্চ 
আগামীকাল কক্সবাজার থেকে পাঁচ জেলায় পদযাত্রা শুরু করবে এনসিপি
দ্রুত নির্বাচন না দিলে দেশে শান্তি ফিরবে না: মির্জা আব্বাস
শ্রীলঙ্কার প্যান এশিয়া ব্যাংকিং কর্পোরেশন কর্মকর্তাদের সম্মাননা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক
উন্নয়ন টেকসই করতে ভালো অর্থনৈতিক অনুশীলন বজায় রাখার আহ্বান বাণিজ্য উপদেষ্টার
ঝিনাইদহ সীমান্তে স্বর্ণের বার জব্দ 
দ্বিতীয় প্রান্তিকে ৪৫ শতাংশ বেশি মুনাফা করেছে নেটফ্লিক্স 
১০