পঞ্চগড়ে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি

বাসস
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৬:২১
‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি। ছবি : বাসস

পঞ্চগড়, ১৯ জুলাই ২০২৫ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে পঞ্চগড়ে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে জেলায় শহীদ হয়েছেন পাঁচজন। 

আজ শনিবার দুপুরে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে পঞ্চগড় ইকো পার্ক চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি থেকে কর্মসূচির উদ্বোধন করেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আদম সুফি, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি অধিগ্রহণ, রাজস্ব ও জেনারেল সার্টিফিকেট শাখা) মিজানুর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত, জেএম ও ট্রেজারি শাখা) আমিনুল হক তারেক, জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএফএনটিসি) হরিপদ দেবনাথ, পঞ্চগড় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মো. শাহজাহান প্রমুখ।

এ দিন পঞ্চগড় জেলার পাঁচজন বীর শহীদের নামে রোপণ করা হয় পাঁচটি বৃক্ষ। এর মধ্যে শহীদ সাজু ইসলামের নামে রোপণ করা হয় নিম গাছ, শহীদ আবু ছায়েদর নামে কাজুবাদাম, শহীদ সাগর রহমানের নামে লটকন, শহীদ সাজু ইসলামর নামে জারুল এবং শহীদ শাহাবুল ইসলাম শাওনের নামে হরিতকী গাছের চারা রোপন করা হয়।
এই কর্মসূচির মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তাও ছড়িয়ে দেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ বলেন, শহীদরা আমাদের কাছে কেবল নাম নয়, তারা সাহস ও মানবিকতার প্রতীক। তাদের আত্মত্যাগ আমাদের পথ দেখায়। এই বৃক্ষগুলোও যেন ছায়া দেয়, ফল দেয়, আগামী প্রজন্মকে শিক্ষা দেয়। শহীদের নামের সঙ্গে গাছগুলো যতদিন থাকবে, ততদিন বেঁচে থাকবে তাদের গল্প, তাদের আদর্শ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাজধানীর লালবাগে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জন গ্রেফতার
কক্সবাজারের নুনিয়াছড়া থেকে পর্যটকবাহী জাহাজ যাবে সেন্টমার্টিন 
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানতে হবে: অধ্যাপক মুজিবুর রহমান
বাংলাদেশে সেচে সৌরশক্তির ব্যবহার বাড়াতে উদ্যোগ নিচ্ছে আইডব্লিউএমআই
চুয়াডাঙ্গায় দুর্নীতি দমন কমিশনের ১৮৮ তম গণশুনানি অনুষ্ঠিত
হার দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ
চার দিনব্যাপী ‘ওয়েফেয়ার্স অব দ্য শ্যাডোড পাথ’ চিত্র প্রদর্শনী সমাপ্ত
ডিএসইতে আজও সূচক ও লেনদেন কমেছে
অরবিটালস ইন্টারন্যাশনালের বিরুদ্ধে ৩৩ কোটি টাকা জালিয়াতির মামলা
১০