বস্তুনিষ্ঠ ও সমাধানমুখী সংবাদ প্রকাশে জোর দেয়ার আহ্বান 

বাসস
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৮:১১
শনিবার ময়মনসিংহের ভালুকায় ‘জাতি গঠনে শিশুবান্ধব সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত। ছবি: বাসস

ময়মনসিংহ, ১৯ জুলাই, ২০২৫ (বাসস) : ‘শিশুদের সংবাদ প্রকাশে বস্তুনিষ্ঠতা ও সমাধানমুখী দৃষ্টিভঙ্গি অপরিহার্য। চমকপ্রদ সংবাদের পরিবর্তে ইতিবাচক ও বাস্তবমুখী সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে সচেতনতা সৃষ্টি করা সম্ভব।’

আজ শনিবার ময়মনসিংহের ভালুকায় ‘জাতি গঠনে শিশুবান্ধব সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এসব কথা বলেন। 

সমাজভিত্তিক সমন্বিত শিশুযত্ন কেন্দ্রের মাধ্যমে শিশুর প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা এবং সাঁতার সুবিধা প্রদান (আইসিবিসি) প্রকল্পের আওতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মমতাজ আহমেদ বলেন, ‘একজন মা রান্না বা গৃহস্থালির কাজে ব্যস্ত থাকলে শিশুদের দিকে সার্বক্ষণিক মনোযোগ দেয়া কঠিন। এই পরিস্থিতিতে ডে কেয়ার সুবিধা অভিভাবকদের নিরাপত্তা ও নিশ্চয়তা দেয়। বর্তমান সরকারের উদ্যোগে এই প্রকল্পের মাধ্যমে ৬ থেকে ১০ বছর বয়সী ছেলে-মেয়েদের সাঁতার শেখানো হচ্ছে, যা শিশুদের জীবন রক্ষা ও সুস্থ বিকাশে সহায়ক।’

তিনি আরও বলেন, ‘শিশুরা দেশের ভবিষ্যৎ। তাদের সম্পর্কে সংবাদ প্রকাশের সময় আমাদের আরও দায়িত্বশীল ও সমাধানমুখী দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে। সাংবাদিকদের প্রতিবেদনগুলো সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।’

আইসিবিসি প্রকল্পের মাধ্যমে সমাজভিত্তিক সমন্বিত শিশু-যত্ন কেন্দ্র প্রতিষ্ঠা করে শিশুদের প্রারম্ভিক বিকাশ, সুরক্ষা এবং সাঁতার শেখার সুযোগ তৈরি করা হচ্ছে। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য প্রারম্ভিক শিক্ষা, স্বাস্থ্যসেবা, পুষ্টি, মনোসামাজিক সহায়তা এবং সাঁতার প্রশিক্ষণের সুবিধা প্রদান করা হয়। এর ফলে শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে।

আইসিবিসি প্রকল্পের পরিচালক আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হাসিনা আক্তার, সিনার্গসের কান্ট্রি ডিরেক্টর এষা হোসেন, ভালুকা উপজেলার নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মামুন এবং সহকারী কমিশনার ইকবাল হোসেন।

এই প্রশিক্ষণ কর্মশালায় ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, সিরাজগঞ্জ ও নীলফামারির বিশজন সাংবাদিক অংশ নেন। কর্মশালায় শিশুবান্ধব সাংবাদিকতা, শিশুদের অধিকারের সুরক্ষা এবং ইতিবাচক সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবাই মিলে জাতীয় ঐক্য করব : জাতীয় সমাবেশে জামায়াত আমির 
শহীদ সাংবাদিক তুরাবের শাহাদাত বার্ষিকীতে দ্রুত বিচার নিশ্চিতের দাবি
চরমপন্থা পুনর্বাসন রোধে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের
মনপুরায় নৌবাহিনীর অভিযানে ৭০ লাখ মিটার অবৈধ জাল জব্দ
সেনাবাহিনীর যানবাহনে একটি রাজনৈতিক দলকে সহায়তা সম্পর্কিত পোস্ট বিভ্রান্তিমূলক 
পর্যটন মৌসুমে কুয়াকাটা ও কক্সবাজার সৈকত পরিচ্ছন্ন রাখতে নির্দেশ পরিবেশ উপদেষ্টার
মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থায় ত্রুটি, ভোগান্তিতে হাজারো ভ্রমণকারী
ভিয়েতনামের হা লং উপসাগরে পর্যটকবাহী নৌকা ডুবে ১৮ জন নিহত
প্রথম বিভাগ দাবা লিগে ষষ্ঠ রাউন্ড শেষে ইসফট এরিনা শীর্ষে
শ্রীলংকাকে ৫-০ গোলে পরাজিত করে সবার উপরে বাংলাদেশ
১০