শ্রমিকদের অবদানেই দেশ এগিয়ে চলছে : মৎস্য উপদেষ্টা

বাসস
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৯:৫৬
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার আজ সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড সংলগ্ন  বালুর মাঠে এক  শ্রমিক সমাবেশে বক্তব্য দেন। ছবি : বাসস

ঢাকা, ১৯ জুলাই, ২০২৫ (বাসস) : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন,  ‘শ্রমিকরাই এই দেশের মূল চালিকা শক্তি। আপনাদের অবদানেই  দেশ এগিয়ে যাচ্ছে, আপনারাই বৈদেশিক মুদ্রা উপার্জনের অন্যতম মাধ্যম। দেশের অর্থনীতিকে আপনারাই সচল রেখেছেন।’

উপদেষ্টা আজ বিকেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে 'জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা -২০২৫' - এর অংশ হিসেবে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড সংলগ্ন  বালুর মাঠে এক  শ্রমিক সমাবেশে এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদানের জন্য কাজ করে যাচ্ছে । শ্রম আইনে শ্রমিকদের যে সকল অধিকার নিশ্চিত করা হয়েছে, সরকার তা বাস্তবায়নের নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জুলাই শহীদ পরিবার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সরকার পরিবর্তনের ফলে শহীদ পরিবার কিছুটা আশার আলো দেখলেও তাদের হৃদয়ের কান্না এখনও থামেনি। এই পরিবারগুলোর পাশে থেকে তাদের দুঃখ-দুর্দশা লাঘব করা আমাদের সকলের দায়িত্ব।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার, সমাজকল্যাণ এবং  মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী প্রমুখ।
সমাবেশের সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান সচিব এএইচএম সফিকুজ্জামান। 

বিভিন্ন শিল্পকারখানার শ্রমিক, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, মালিকপক্ষের প্রতিনিধি, সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সমাবেশে অংশগ্রহণ করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টাঙ্গাইল সদর উপজেলার পৌর এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ
দিনের তাপমাত্রা কমার সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে রাতে 
ইন্দোনেশিয়ার ভিডিওকে খাগড়াছড়ির বলে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা
খাগড়াছড়ির সহিংসতা নিয়ে ভারতীয় গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রতিবেদন শনাক্ত
রাঙ্গুনিয়ার পূজামণ্ডপ পরিদর্শনে হুম্মাম কাদের চৌধুরী
শিল্পকলায় শেষ হল দু’দিনের শারদীয় সাংস্কৃতিক উৎসব
সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুরে পূজামণ্ডপ পরিদর্শন বিএনপি নেতাদের
ইসলামপুরের পূজামণ্ডপে শুভেচ্ছা বিনিময় বিএনপি নেতাদের
বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
১০