কে-পপ অডিশনের সমাপ্তি : বাংলাদেশি তরুণদের প্রশংসা দক্ষিণ কোরীয় রাষ্ট্রদূতের

বাসস
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৪:৪০ আপডেট: : ২০ জুলাই ২০২৫, ১৫:০২
ছবি : সংগৃহীত

ঢাকা, ২০ জুলাই, ২০২৫ (বাসস) : বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক বলেছেন, বাংলাদেশের তরুণরা মেধাবী ও উচ্চাকাঙ্ক্ষী হওয়ায় দেশটির ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। 

শনিবার সন্ধ্যায় ঢাকায় ‘২০২৫ কে-পপ বাংলাদেশ গ্লোবাল অডিশন’-এর সমাপ্তি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিযোগিতায় অংশ নেওয়া বাংলাদেশী তরুণদের প্রশংসা করে রাষ্ট্রদূত পার্ক বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। কারণ এই দেশের স্মার্ট, প্রতিভাবান ও উচ্চাকাঙ্ক্ষী তরুণরা উন্নত একটি ভবিষ্যৎ গড়ে তুলতে চায়।

তরুণ বিজয়ীদের স্বপ্ন সত্যি হবে বলেও তিনি আশা প্রকাশ করেন ।

দক্ষিণ কোরিয়া দূতাবাস ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। যার লক্ষ্য ছিল সাংস্কৃতিক আদান-প্রদান এবং দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া গভীর করা।

এ বছর কে-পপ পারফরম্যান্স ক্যাটাগরিতে ১০৫টি ভিডিও জমা পড়েছিল, যার মধ্যে ১৫টি দলকে শনিবার সন্ধ্যায় আইইউবি অডিটোরিয়ামে সরাসরি পারফর্ম করার জন্য নির্বাচন করা হয়।

দলগুলোর মধ্যে ছিল রুধিন, এইচএইচএসবিডি, হৃদিতা মৈত্র, এ-মেজ, ওমাদা, তাহানা প্রিয়ন্তি, রাকুযান ক্লান, নাইট সিস্টার্স, লুমেন-আই, আকু-বাই, লাজিনা চৌধুরী, লস্ট ডাইনেস্টি, হেভেনস ল, লাস্ট মিনিট এবং রেঁনেসাস। সেরা পাঁচটি দলকে পুরস্কৃত করা হয়।

দূতাবাস জানিয়েছে, জাতীয় বিজয়ীদের নাম চূড়ান্ত নির্বাচনের জন্য সুপারিশ করা হবে। নির্বাচিতরা আগামী অক্টোবরে দক্ষিণ কোরিয়ার চ্যাংওনে অনুষ্ঠেয় ২০২৫ কে-পপ ওয়ার্ল্ড ফেস্টিভালে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

সাংস্কৃতিক কূটনীতির অংশ হিসেবে, দক্ষিণ কোরিয়ার দূতাবাস নিয়মিত কোরীয় চলচ্চিত্র উৎসব ও কে-পপ কনসার্টসহ বিভিন্ন আয়োজন করে আসছে। এসবের মাধ্যমে জনগণের মধ্যে যোগাযোগ বাড়ছে এবং বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে।

দূতাবাস প্রতিযোগিতায় অংশ নেওয়া সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে। একই সঙ্গে তারা আশা করছে, এই কঠিন সময়ে প্রতিযোগীদের চমৎকার পারফরম্যান্স মানুষের মধ্যে অনুপ্রেরণা যোগাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টাঙ্গাইল সদর উপজেলার পৌর এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ
দিনের তাপমাত্রা কমার সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে রাতে 
ইন্দোনেশিয়ার ভিডিওকে খাগড়াছড়ির বলে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা
খাগড়াছড়ির সহিংসতা নিয়ে ভারতীয় গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রতিবেদন শনাক্ত
রাঙ্গুনিয়ার পূজামণ্ডপ পরিদর্শনে হুম্মাম কাদের চৌধুরী
শিল্পকলায় শেষ হল দু’দিনের শারদীয় সাংস্কৃতিক উৎসব
সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুরে পূজামণ্ডপ পরিদর্শন বিএনপি নেতাদের
ইসলামপুরের পূজামণ্ডপে শুভেচ্ছা বিনিময় বিএনপি নেতাদের
বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
১০