এ বছর ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে ১১শ ৫ কোটি টাকা

বাসস
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৭:৫৯
ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার । ফাইল ছবি

ঢাকা, ২০ জুলাই, ২০২৫ (বাসস) : ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, এ বছর ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে ১১শ ৫ কোটি টাকা। বিভাগীয় কমিশনারদের যথাযথ তদারকি ও দিকনিদের্শনার ফলে এ বছর কর আদায়ের হার সন্তোষজনক। আগামী অর্থবছরে এ ভূমিকর আদায়ের হার আরো বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ বিভাগীয় কমিশনারদের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

আলী ইমাম মজুমদার বলেন, ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে যাতে বেশি জমি অধিগ্রহণ না করা হয় সরেজমিনে তা তদারকি করতে হবে। ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ সফটওয়্যারের আওতায় নিয়ে আসার কার্যক্রম গ্রহণ করেছে ঢাকার জেলা প্রশাসন। পর্যায়ক্রমে সারা দেশে এ কার্যক্রম চালু করা হবে। পার্বত্য জেলা ব্যতীত সারাদেশের ৪৮টি জেলায় ৪২৩ টি ভূমিসেবা সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে। আরও ১১টি জেলায় এ কেন্দ্র স্থাপনের কাজ চলমান রয়েছে। এছাড়া, এ বছর অন্যান্য বছরের তুলনায় বালু মহালে বালু উত্তোলন নিয়ন্ত্রিত ছিল। জনসেবা নিশ্চিতে অনলাইন ভূমিসেবা, ভূমি অফিস পরিদর্শনসহ অন্যান্য কার্যক্রম আরো জোরদার করতে হবে।

উপদেষ্টা আরও বলেন, নোয়াখালী ও ভোলাসহ বেশ কিছু জেলায় নতুন নতুন চর জেগে উঠছে। এ সব চর মানুষের মধ্যে আশা ও সম্ভাবনা সৃষ্টি করে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নতুন চর জেগে ওঠা একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং এটি দেশের অর্থনীতি, পরিবেশ ও জীবনযাত্রার ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এসব চর ভূমিহীনদের জন্য বসবাসযোগ্য ও গবাদিপশুর খাদ্যের আধার হিসেবে গড়ে তুলতে হবে। তবে এসব চরে সুষ্ঠু ব্যবস্থাপনা থাকা জরুরি, যাতে করে ভূমিহীনদের বসবাস ও গবাদিপশুর বিচরণ নির্বিঘ্ন হয়।

ভূমি মন্ত্রণালয়ের সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে এসময় সকল বিভাগীয় কমিশনার, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিল্পকলায় শেষ হল দু’দিনের শারদীয় সাংস্কৃতিক উৎসব
সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুরে পূজামণ্ডপ পরিদর্শন বিএনপি নেতাদের
ইসলামপুরের পূজামণ্ডপে শুভেচ্ছা বিনিময় বিএনপি নেতাদের
বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
ডিএসসিসি এলাকায় ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন
নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে, আশাপ্রকাশ শামসুজ্জামান দুদুর
সারাদেশে ৪৯ মণ্ডপে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ১৯: র‌্যাব ডিজি
বিএনপি ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সিদ্ধান্ত নিয়েছে: আমীর খসরু
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন তিন উপদেষ্টা
১০