সরকার পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা করতে চায় : পররাষ্ট্র উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৯:০৩
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ছবি

বান্দরবান, ২০ জুলাই, ২০২৫ (বাসস) : পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, সরকার পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলায় শান্তি প্রতিষ্ঠা করতে চায়, যাতে এ অঞ্চলের উন্নয়নের অপার সম্ভাবনা উন্মোচিত হয়।

তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠিত হলে এখানে বিশাল সম্ভাবনা রয়েছে। যদিও আমরা রাতারাতি সবকিছু অর্জন করতে পারব না, আমরা এই প্রক্রিয়াটি শুরু করতে চাই যাতে আগামী দিনে শান্তি ফিরে আসে, সহাবস্থান নিশ্চিত হয়। যদি আমরা এটি অর্জন করতে পারি, তাহলে এটি আমাদের অগ্রগতিকে উল্লেখযোগ্যভাবে এগিয়ে নিয়ে যাবে।’ 

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে জেলার বিভিন্ন উপজেলায় কৃষক ও নারীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের জন্য গৃহীত প্রকল্প সহায়তা বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন। 

তিনি বলেন, সার্বিকভাবে আমাদের সম্পদ কম। আমাদের সম্পদ মানুষ। এক্ষেত্রে শিক্ষার কোনো বিকল্প নেই। গত ১৯ বছরে শিক্ষার অবনতি হয়েছে। জিপিএ-৫ এর পেছনে দৌঁড়াতে দৌঁড়াতে আমাদের শিক্ষা ব্যবস্থার বারোটা বেজে গেছে। তবে এর পরিবর্তন শুরু হয়েছে।

অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। 

অনুষ্ঠানে পার্বত্য উপদেষ্টা বলেন, বান্দরবান পার্বত্য জেলায় ৪ লাখ মানুষের মধ্যে ১ লাখ ১২ হাজার মানুষ অতি দরিদ্র। আর খাগড়াছড়িতে ৬ লাখ মানুষের মধ্যে ১ লাখ ৮ হাজার এবং রাঙামাটিতে সাড়ে ৫ লাখ মানুষের মধ্যে ৯০ হাজার মানুষ অতিদরিদ্র। আর সবদিক থেকে বান্দরবান পিছিয়ে রয়েছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওসারসহ প্রশাসনের কর্মকর্তারা।

পরে বান্দরবান সদর উপজেলার ৩০০ জনের মাঝে ফলদ, বনজ, বাঁশ ও কফি চারা বিতরণ করা হয়। এছাড়াও ১১৬ জনের মাঝে বিতরণ করা হয় গবাদি পশু, ৩০ জনকে দেয়া হয় সেলাই মেশিন, ৩১ জনকে দেয়া হয় মাতৃসেবা অনুদান এবং ৫টি প্রতিষ্ঠানকে দেয়া হয় ক্রীড়া সামগ্রী। পর্যায়ক্রমে কৃষক ও নারীদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নের জন্য অন্যান্য উপজেলায় অনুরূপ স্কীম দেয়া হবে বলে আয়োজকরা জানান। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সেন্ট মার্টিনে অভুক্ত প্রাণীর পাশে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
ইউজিসি চেয়ারম্যানের সাথে খুবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে জামায়াত-এনসিপিসহ সকল রাজনৈতিক দলের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা  
জনগণের ওপর আস্থা রেখে নির্বাচনে অংশ নেবে বিএনপি: আবদুস সালাম
জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক
গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকারের সুযোগ নেই: নাহিদ ইসলাম
দুদকের মামলায় কারাগারে কারিগরি শিক্ষা বোর্ডের প্রোগ্রামার
ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন ৩৫৫ কোটি টাকা, সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা
শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জাবি ভিসির
আইআরআই প্রতিনিধি দলের সঙ্গে ইসলামী আন্দোলনের বৈঠক
১০