নীলফামারীতে তিস্তা প্রকল্পের খালের বাঁধ ভেঙ্গে সেচ ব্যাহত  

বাসস
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ২০:১০
তিস্তা প্রকল্পের খালের বাঁধ ভেঙ্গে সেচ ব্যাহত । ছবি : বাসস 

নীলফামারী, ২০ জুলাই ২০২৫ (বাসস): জেলায় আজ তিস্তা সেচ প্রকল্পের দিনাজপুর সেচ খালের পাড় ভেঙ্গে সেচ কাজ ব্যাহত হচ্ছে। এ ঘটনায় ওই সেচ খাল থেকে দিনাজপুরের খানসামা ও চিরিরবন্দর এলাকায় খরিপ-২ মৌসুমের সেচ প্রদান বন্ধ রয়েছে।

আজ রোববার বেলা ১১টার দিকে নীলফামারী সদর উপজেলার কালিতলা ভাট্টাতলি নামক স্থানে দিনাজপুর সেচ খালের পাড় ভেঙ্গে পড়ার এ ঘটনা ঘটে। 

নীলফামারীতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। ধারণা করা হচ্ছে রাতে ভারি বৃষ্টিপাতের কারণে খালের পাড়ের মাটির উপর চাপ পড়ে। এতে বাঁধে থাকা ইঁদুরের গর্তে পানি ঢুকে পাড়ের ৩০ ফিট বিধ্বস্ত হয়। প্রাথমিকভাবে জিওব্যাগ ও মাটি দিয়ে ভাঙা অংশ মেরামত করা হচ্ছে।’ আগামী দু’দিনের মধ্যে ওই খাল দিয়ে স্বাভাবিক সেচ কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন। 

উল্লেখ্য, তিস্তা ব্যারেজ সেচ প্রকল্পের মাধ্যমে গত ১ জুলাই থেকে ২০২৫-২০২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমী আমন ধান উৎপাদনে সেচ কার্যক্রম শুরু হয়। এ মৌসুমে ৬৩ হাজার হেক্টর জমিতে সেচ প্রদানে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে নীলফামারী জেলায় ৩৯ হাজার হেক্টর, রংপুর জেলায় ১৪ হাজার হেক্টও এবং দিনাজপুর জেলায় ১০ হাজার হেক্টর জমি রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পায়রা বন্দরের মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হলে এই অঞ্চল হবে অর্থনীতির চালিকাশক্তি : নৌপরিবহন উপদেষ্টা
ফিটনেসবিহীন গণপরিবহন সরিয়ে নিতে বিশেষ ঋণ দেবে সরকার: সড়ক উপদেষ্টা
প্রাইমারি স্কুলের শিক্ষকদের অফলাইনে বদলি ও সংযুক্তি সাময়িকভাবে বন্ধ
মুস্তাফিজের নয়া রেকর্ড
রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্যই আমরা লড়াই করছি : সেলিমা রহমান
বিএমইউতে ড্যাব নির্বাচন নিয়ে জাতীয়তাবাদী চিকিৎসকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ড. ইমরান আনসারীর সঙ্গে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র মতবিনিময়
বিএসডব্লিউ ব্যবহারে এনবিআর ও বিএইআরএ- এর মধ্যে এমওইউ সাক্ষর
দশ হাজার কেজি নারকেল নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রান পাকিস্তানের
১০