নীলফামারীতে তিস্তা প্রকল্পের খালের বাঁধ ভেঙ্গে সেচ ব্যাহত  

বাসস
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ২০:১০
তিস্তা প্রকল্পের খালের বাঁধ ভেঙ্গে সেচ ব্যাহত । ছবি : বাসস 

নীলফামারী, ২০ জুলাই ২০২৫ (বাসস): জেলায় আজ তিস্তা সেচ প্রকল্পের দিনাজপুর সেচ খালের পাড় ভেঙ্গে সেচ কাজ ব্যাহত হচ্ছে। এ ঘটনায় ওই সেচ খাল থেকে দিনাজপুরের খানসামা ও চিরিরবন্দর এলাকায় খরিপ-২ মৌসুমের সেচ প্রদান বন্ধ রয়েছে।

আজ রোববার বেলা ১১টার দিকে নীলফামারী সদর উপজেলার কালিতলা ভাট্টাতলি নামক স্থানে দিনাজপুর সেচ খালের পাড় ভেঙ্গে পড়ার এ ঘটনা ঘটে। 

নীলফামারীতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। ধারণা করা হচ্ছে রাতে ভারি বৃষ্টিপাতের কারণে খালের পাড়ের মাটির উপর চাপ পড়ে। এতে বাঁধে থাকা ইঁদুরের গর্তে পানি ঢুকে পাড়ের ৩০ ফিট বিধ্বস্ত হয়। প্রাথমিকভাবে জিওব্যাগ ও মাটি দিয়ে ভাঙা অংশ মেরামত করা হচ্ছে।’ আগামী দু’দিনের মধ্যে ওই খাল দিয়ে স্বাভাবিক সেচ কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন। 

উল্লেখ্য, তিস্তা ব্যারেজ সেচ প্রকল্পের মাধ্যমে গত ১ জুলাই থেকে ২০২৫-২০২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমী আমন ধান উৎপাদনে সেচ কার্যক্রম শুরু হয়। এ মৌসুমে ৬৩ হাজার হেক্টর জমিতে সেচ প্রদানে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে নীলফামারী জেলায় ৩৯ হাজার হেক্টর, রংপুর জেলায় ১৪ হাজার হেক্টও এবং দিনাজপুর জেলায় ১০ হাজার হেক্টর জমি রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্টার্ক-স্টোকসের বিধ্বংসী বোলিংয়ের অ্যাশেজের প্রথম দিন ১৯ উইকেট পতন
সাকিবের রেকর্ড স্পর্শ করলেন তাইজুল
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
ঝিনাইদহে মোটরসাইকেল থেকে পড়ে এক কিশোর নিহত
কুমিল্লা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি 
শহীদ আলী আহসান মুজাহিদ আপসহীন নেতা ছিলেন : ডা. শফিকুর রহমান
লন্ডনে এসএমই মেলায় প্রদর্শিত হবে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের উদ্ভাবন
জাল ভিসা ও বিমান টিকিট প্রতারণা চক্রের প্রধান গ্রেফতার
চবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট : উচ্চশিক্ষার নতুন দিগন্ত
কোপ৩০ খসড়ায় জীবাশ্ম জ্বালানি বাদ; আপত্তি ৩০টির বেশি দেশের
১০