রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্যই আমরা লড়াই করছি : সেলিমা রহমান

বাসস
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ২৩:০৬ আপডেট: : ২০ জুলাই ২০২৫, ২৩:৩০

ঢাকা, ২০ জুলাই, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, রাষ্ট্র কাঠামো সংস্কার করার জন্যই আমরা লড়াই করছি। আমরা এটা অবশ্যই করবো। বিএনপি এজন্য জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ।

রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘২৪ পরবর্তী রাজনৈতিক সংকট ও নির্বাচন পূর্ব সহিংসতা মোকাবেলায় আমাদের করণীয়’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন। সংলাপের আয়োজন করে স্কুল অব লিডারশিপ (এসওএলা ইউএসএ) নামের যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রতিষ্ঠান।

জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, ‘প্রধান উপদেষ্টা ড. ইউনূস যে কথা দিয়েছেন, আমরা বিশ্বাস করি সে কথা তিনি রাখবেন। আমরা নির্বাচন এই ফেব্রুয়ারি মাসেই চাই। সে চেষ্টা আমরা সবাই মিলে করবো।’

এসময় বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের শীর্ষ নেতা এডভোকেট সৈয়দ এহসানুল হুদা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভুঁইয়া, এসওএল ইউএসএ’র বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট প্রফেসর ড. এম এম শরীফুল করীম, সংলাপের কী-নোট স্পিকার হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
ডিএসসিসি এলাকায় ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন
নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে, আশাপ্রকাশ শামসুজ্জামান দুদুর
সারাদেশে ৪৯ মণ্ডপে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ১৯: র‌্যাব ডিজি
বিএনপি ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সিদ্ধান্ত নিয়েছে: আমীর খসরু
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন তিন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের সমন্বিত উদ্যোগে সন্তোষজনক পূজার পরিবেশ সম্ভব হয়েছে: শারমীন এস মুরশিদ
হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবিসমূহ পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব : তথ্য উপদেষ্টা
বিএনপি সংখ্যাগুরু-সংখ্যালঘুতে বিশ্বাস করে না: ড. মঈন খান
১০