শ্বেতপত্রে প্রস্তাবিত শিক্ষা বিষয়ক প্রস্তাবনাগুলো যথাসম্ভব এগিয়ে নেয়া হবে : শিক্ষা উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০০:১২

ঢাকা, ২০ জুলাই, ২০২৫ (বাসস) : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, শ্বেতপত্রে প্রস্তাাবিত শিক্ষা বিষয়ক প্রস্তাবনাগুলো যথাসম্ভব এগিয়ে নেয়া হবে। প্রস্তাবগুলো থেকে আলোচনার মাধ্যমে অনেকগুলো বিষয় চিহ্নিত করা হয়েছে। সেগুলো অল্প সময়ের মধ্যে এগিয়ে নেয়ার জন্য কাজ শুরু করা হয়েছে।

আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ও শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর প্রধানদের সাথে মতবিনিময়কালে উপদেষ্টা এসব কথা বলেন। রোববার এক তথ্য বিবরণিতে এসব তথ্য জানানো হয়েছে।

শিক্ষা উপদেষ্টা বলেন, অনেক অংশীজনের সাথে আলোচনা করে শ্বেতপত্র প্রণয়ন কমিটি যে সমস্যাগুলো চিহ্নিত করেছে তা অবশ্যই গ্রহণযোগ্য। কমিটির প্রস্তাাবিত বিষয় ছাড়াও প্রতিনিয়ত নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। প্রায়ই কোনো না কোনো ইস্যু তৈরি হচ্ছে, ইস্যুগুলো সমাধান করতে হচ্ছে।

তিনি বলেন, ইতোমধ্যে আমরা ইন্ডাস্ট্রির মালিকদের সাথে তাঁদের উপযোগী কোর্সের বিষয়ে মতবিনিময় করেছি। তাঁদের মতামতগুলো আমরা বাস্তবায়নের চেষ্টা করছি।

দেশের সীমিত সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে আধুনিক বিজ্ঞানভিত্তিক কারিগরি দক্ষতাসম্পন্ন দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে হবে। 

শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, ভবিষ্যতে শিক্ষা ব্যবস্থার গতি আনতে হলে আপনাদের প্রস্তাবনাগুলো আমাদের সহায়ক হবে। আমাদের সচিবগণ এ বিষয়ে যথেষ্ট সচেতনতার সাথে কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠানে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্যসহ সদস্যবৃন্দ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুই দাবিতে বাংলাদেশ মেরিনার্স কমিউনিটির মানববন্ধন
পাকিস্তানের বিপক্ষে জয়ে ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন
তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি : উত্তরের নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা
বাধা দিয়ে তারুণ্যের শক্তিকে থামানো যাবে না : নাহিদ ইসলাম
শ্বেতপত্রে প্রস্তাবিত শিক্ষা বিষয়ক প্রস্তাবনাগুলো যথাসম্ভব এগিয়ে নেয়া হবে : শিক্ষা উপদেষ্টা
সিলেটে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে কর্মসূচি
কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানী পণ্য জব্দ
আওয়ামী লীগ জনগণকে স্বাধীনতার স্বপক্ষ ও বিপক্ষ শিবিরে বিভক্ত করেছে : সালাহউদ্দিন
পায়রা বন্দরের মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হলে এই অঞ্চল হবে অর্থনীতির চালিকাশক্তি : নৌপরিবহন উপদেষ্টা
ফিটনেসবিহীন গণপরিবহন সরিয়ে নিতে বিশেষ ঋণ দেবে সরকার: সড়ক উপদেষ্টা
১০