সংক্ষিপ্তভাবে যাত্রাবাড়ীতে মাদরাসা রেজিস্ট্যান্স ডে পালিত

বাসস
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ২১:৩৫ আপডেট: : ২১ জুলাই ২০২৫, ২১:৩৭
যাত্রাবাড়ীতে মাদরাসা রেজিস্ট্যান্স ডে'তে উপস্থিত ছিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ছবি: বাসস

ঢাকা, ২১ জুলাই, ২০২৫ (বাসস) : কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ আয়োজিত যাত্রাবাড়ীর জামিয়া মাহমুদিয়া মাদরাসা সংলগ্ন ঢাকা সিলেট হাইওয়েতে আজ ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। 

তবে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় অনুষ্ঠান সংক্ষিপ্ত আকারে করা হয়েছে।

চব্বিশের ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানে মাদরাসার ছাত্র ও আলেম সমাজ সাহসী ভূমিকা পালন করেছেন। যার কারণে মাদরাসার ছাত্র ও আলেম সমাজ ইতিহাসে অনন্য হয়ে আছেন। সেই বীরত্বগাঁথা স্মরণে প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে পালিত হয় ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে-২০২৫’।

জুলাই গণ-অভ্যুত্থানে যাত্রাবাড়ী ছিল প্রতিরোধের অন্যতম শক্ত ঘাঁটি। এখানে অনেক ছাত্র জনতা আহত ও নিহত হয়েছেন। মাদরাসা ছাত্র ও আলেম সমাজের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখার জন্য ও তাদের অবদানের স্বীকৃতি প্রদানের  জন্য কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এ অনুষ্ঠান আয়োজন করে।

অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যগণ স্মৃতিচারণ করেন, জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারীগণ বক্তব্য রাখেন। সাংস্কৃতিক পরিবেশনায় ছিল হামদ, নাত,  কবিতা আবৃত্তি, প্রতিবাদী গান পরিবেশন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।

অনুষ্ঠানে কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব, ড. খ ম কবিরুল ইসলাম বলেন, চব্বিশের ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানে মাদরাসার ছাত্র ও আলেম সমাজের বীরত্বপূর্ণ অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে আজকের এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। 

উল্লেখ্য, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০