মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় রেড ক্রিসেন্টের জরুরি সহায়তা

বাসস
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ২১:৩৪

ঢাকা, ২১ জুলাই, ২০২৫ (বাসস) : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জরুরি মানবিক সহায়তা প্রদানে কাজ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

এছাড়াও আহতদের প্রাথমিক চিকিৎসা ও মনোঃসামাজিক সহায়তা প্রদান, উদ্ধারকাজে ফায়ার সার্ভিসকে সহায়তা, প্রয়োজনীয় রক্ত সংগ্রহ, রক্ত প্রদান ও রক্তদাতা ব্যবস্থাপনা এবং ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপনে কাজ করছে সোসাইটির দক্ষ যুব স্বেচ্ছাসেবকরা।

সোমবার দুপুরে বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই সোসাইটির ৩০ জন সদস্যের যুব স্বেচ্ছাসেবক দল ঘটনাস্থলে পৌঁছে। আহত শিক্ষার্থীদের ঘটনাস্থল থেকে উদ্ধার করতে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করছেন তারা। আহত শিক্ষার্থীদের বিভিন্ন হাসপাতালে প্রেরণেও সহযোগিতা করছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব স্বেচ্ছাসেবকরা। ঘটনাস্থলে আহত শিক্ষার্থী, উপস্থিত অভিভাবক ও শিক্ষকদের  মনোঃসামাজিক সহায়তা প্রদানে কাজ করছেন তারা।

এছাড়াও উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, পিজি হাসপাতাল, জাতীয় বার্ন ইনস্টিটিউটে রেড ক্রিসেন্ট যুব স্বেচ্ছাসেবকদের পৃথক পৃথক দল স্বেচ্ছায় রক্তদান করতে আগ্রহীদের নিকট থেকে রক্ত সংগ্রহে কাজ করছেন তারা।

দুপুরেই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আহতদের খোঁজ নিতে যান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ডা. মো. আজিজুল ইসলাম।

এসময় তিনি বলেন, ‘মর্মান্তিক এই দুর্ঘটনায় আহতদের সেবা দিতে মাঠে আছে সোসাইটির স্বেচ্ছাসেবকরা। ঢাকা রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের অভিজ্ঞ চিকিৎসকগণ পর্যাপ্ত রক্ত সরবরাহের কাজে নিয়োজিত আছেন। জরুরি রক্তের প্রয়োজনে যোগাযোগ করতে সোসাইটির মোহাম্মদপুর রক্তকেন্দ্র ও হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রের হটলাইন নাম্বার ০১৮১১৪৫৮৫৩৭ ও ০১৮১১৪৫৮৫৩৬ তে যোগাযোগ করতে অনুরোধ করছি।’

এদিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সিটিটিউটের সামনে রেড ক্রিসেন্ট রক্ত কর্মসূচির পক্ষ থেকে দুটি মোবাইল ব্লাড ডোনেশন ইউনিট খোলা হয়েছে। সোসাইটির নিবেদিত প্রাণ কর্মী ও স্বেচ্ছাসেবকরা বিশেষ দুটি ইউনিটে জরুরি রক্ত সংগ্রহ ও রক্ত প্রদানে নিয়োজিত রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মির্জা ফখরুলের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ
জাতীয় পার্টির অফিসে হামলার ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ
দিনাজপুরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আমন চাষ
কুড়িগ্রাম সীমান্তে মাদকসহ এক কারবারি আটক
গাইবান্ধায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ
করিমগঞ্জে সালিশি দরবারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত
রোমে বাংলাদেশ দূতাবাসে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন
পাকিস্তানের বাংলাদেশ হাইকমিশনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
রৌমারীতে অটো ভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত
বিএনপিকে ক্ষমতায় আনার জন্য বাংলাদেশে নির্বাচন হবে না : সারোয়ার তুষার
১০