ঢাকায় নিহত পাইলট তৌকিরের দাফন রাজশাহীতে, চলছে কবর খনন

বাসস
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১১:৪৮
রাজশাহীতে বাড়ির সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের নানা আজিজুর রহমান। ছবি: বাসস

রাজশাহী, ২২ জুলাই, ২০২৫ (বাসস) : রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের জানাজা ও দাফন হবে রাজশাহীতে। নগরীর সপুরা গোরস্থানে তার কবর খোঁড়ার কাজ শুরু হয়েছে।

আজ মঙ্গলবার সকালে বাসস’কে এ তথ্য নিশ্চিত করেছেন নিহত পাইলটের নানা আজিজুর রহমান।

তিনি জানান, ঢাকায় প্রথম জানাজা শেষে দুপুরের পর যেকোনো সময় তৌকিরের লাশ রাজশাহীতে আনা হবে। এরপর নগরীতে জানাজা শেষে দাফন হবে সপুরা গোরস্থানে।

নিহত পাইলটের রাজশাহীর উপশহর এলাকার ভাড়া বাসায় গিয়ে দেখা যায়, নীরব পরিবেশ। বাড়ির সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন আজিজুর রহমান।

এসময় তিনি বলেন, এই মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আল্লাহ আমার নাতিকে জান্নাত নসিব করুন।

নিহত তৌকিরের বাবা তহুরুল ইসলাম, মা সালেহা খাতুন ও ছোট বোন সৃষ্টি খাতুন বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তারা তৌকিরের লাশের সঙ্গে রাজশাহী ফিরবেন।

পারিবারিক সূত্র জানায়, তৌকিরের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামে। রাজশাহীর উপশহরের ৩ নম্বর সেক্টরের ২২৩ নম্বর বাড়ির তৃতীয় তলায় তারা ভাড়া থাকেন। বাড়িটির নাম ‘আশ্রয়’।

গতকাল বিকেলে তৌকিরের বাবা-মা, বোন সৃষ্টি ও তার স্বামী ডা. তুহিন ইসলামকে বিমান বাহিনীর এক বিশেষ ব্যবস্থায় রাজশাহী থেকে ঢাকায় নেওয়া হয়।

তৌকিরের স্ত্রী ঢাকায় সরকারি কোয়ার্টারে থাকেন। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন প্রভাষক। প্রায় এক বছর আগে তাদের বিয়ে হয়।

উল্লেখ্য, সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। বিমানটির পাইলট ছিলেন তৌকির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএসসিসি এলাকায় ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন
নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে, আশাপ্রকাশ শামসুজ্জামান দুদুর
সারাদেশে ৪৯ মণ্ডপে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ১৯: র‌্যাব ডিজি
বিএনপি ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সিদ্ধান্ত নিয়েছে: আমীর খসরু
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন তিন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের সমন্বিত উদ্যোগে সন্তোষজনক পূজার পরিবেশ সম্ভব হয়েছে: শারমীন এস মুরশিদ
হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবিসমূহ পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব : তথ্য উপদেষ্টা
বিএনপি সংখ্যাগুরু-সংখ্যালঘুতে বিশ্বাস করে না: ড. মঈন খান
বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষকদল নেতা ফজলে হুদা
১০