ঢাকায় নিহত পাইলট তৌকিরের দাফন রাজশাহীতে, চলছে কবর খনন

বাসস
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১১:৪৮
রাজশাহীতে বাড়ির সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের নানা আজিজুর রহমান। ছবি: বাসস

রাজশাহী, ২২ জুলাই, ২০২৫ (বাসস) : রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের জানাজা ও দাফন হবে রাজশাহীতে। নগরীর সপুরা গোরস্থানে তার কবর খোঁড়ার কাজ শুরু হয়েছে।

আজ মঙ্গলবার সকালে বাসস’কে এ তথ্য নিশ্চিত করেছেন নিহত পাইলটের নানা আজিজুর রহমান।

তিনি জানান, ঢাকায় প্রথম জানাজা শেষে দুপুরের পর যেকোনো সময় তৌকিরের লাশ রাজশাহীতে আনা হবে। এরপর নগরীতে জানাজা শেষে দাফন হবে সপুরা গোরস্থানে।

নিহত পাইলটের রাজশাহীর উপশহর এলাকার ভাড়া বাসায় গিয়ে দেখা যায়, নীরব পরিবেশ। বাড়ির সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন আজিজুর রহমান।

এসময় তিনি বলেন, এই মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আল্লাহ আমার নাতিকে জান্নাত নসিব করুন।

নিহত তৌকিরের বাবা তহুরুল ইসলাম, মা সালেহা খাতুন ও ছোট বোন সৃষ্টি খাতুন বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তারা তৌকিরের লাশের সঙ্গে রাজশাহী ফিরবেন।

পারিবারিক সূত্র জানায়, তৌকিরের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামে। রাজশাহীর উপশহরের ৩ নম্বর সেক্টরের ২২৩ নম্বর বাড়ির তৃতীয় তলায় তারা ভাড়া থাকেন। বাড়িটির নাম ‘আশ্রয়’।

গতকাল বিকেলে তৌকিরের বাবা-মা, বোন সৃষ্টি ও তার স্বামী ডা. তুহিন ইসলামকে বিমান বাহিনীর এক বিশেষ ব্যবস্থায় রাজশাহী থেকে ঢাকায় নেওয়া হয়।

তৌকিরের স্ত্রী ঢাকায় সরকারি কোয়ার্টারে থাকেন। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন প্রভাষক। প্রায় এক বছর আগে তাদের বিয়ে হয়।

উল্লেখ্য, সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। বিমানটির পাইলট ছিলেন তৌকির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাইলস্টোন ট্র্যাজেডি : ক্রীড়াঙ্গনে শোক প্রকাশ অব্যাহত
বিমান বিধ্বস্তে নিহতদের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল
বাসে পেট্রোল বোমা হামলা মামলার আসামি মাহফুজ বিমানবন্দরে গ্রেফতার
আর কোনো স্বপ্ন যেন অকালে ঝরে না যায়: রিজভী
সিএমপি কমিশনারের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
যশোর সীমান্তে সাতমাসে স্বর্ণসহ ৪৩ কোটি টাকার মালামাল উদ্ধার
শিক্ষার্থীর আইডি কার্ডে রক্তের গ্রুপ ও অভিভাবকের ফোন নাম্বার উল্লেখের নির্দেশ হাইকোর্টের
নেত্রকোনায় মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন 
জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানসহ সকল কর্মসূচি স্থগিত
সিলেটে এনসিপি’র জুলাই পদযাত্রা ২৫ জুলাই
১০