ইসিতে ১৪৪ দলের নিবন্ধনের আবেদন, ১৫ দিনের মধ্যে শর্তপূরণ করতে হবে

বাসস
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ২০:৩৬ আপডেট: : ২২ জুলাই ২০২৫, ২০:৪২
নির্বাচন কমিশন ভবন। ছবি : বাসস

ঢাকা, ২২ জুলাই, ২০২৫ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধন পাওয়ার জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে ১৪৪টি রাজনৈতিক দল। তবে যাচাই-বাছাই করে নিবন্ধন প্রত্যাশী সব দলেরই আবেদনে তথ্যের ঘাটতি পেয়েছে ইসি। ইতিমধ্যে সব দলকে ত্রুটি সংশোধনে জন্য ইসির পক্ষ থেকে ১৫ দিন সময় দিয়ে চিঠি দেওয়া হয়েছে। 

ইসির বেঁধে দেওয়া এই ১৫ দিনের মধ্যে যেসব দল শর্তপূরণ করতে পারবে তাদের বিষয়ে তদন্ত করা হবে। আর যে-সব দল শর্ত পূরণ করতে ব্যর্থ হবে, তাদের বিষয়ে তদন্ত হবে না বলে আজ বাসসকে জানিয়েছেন ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ। 

আজ মঙ্গলবার সন্ধ্যায় তিনি বলেন, ‘নিবন্ধন প্রত্যাশী ১৪৪টি দলের সবগুলোই ইসির প্রয়োজনীয় সকল শর্ত পূরণ করতে না পারায় তাদেরকে ১৫ দিন সময় দিয়ে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে। ১৫ দিনের মধ্যে যে-সব দল শর্তপূরণ করতে পারবে নিয়ম অনুযায়ী তাদের বিষয়ে তদন্ত করবে ইসি। আর যারা শর্ত পূরণ করতে পারবে না তাদের বিষয়ে তদন্ত হবে না।  

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসিতে ১৪৪টি দলের ১৪৭টি নিবন্ধন আবেদন জমা পড়েছে। আগ্রহী দলগুলোর জন্য নিবন্ধনের শর্তপূরণে প্রয়োজনীয় কাগজসহ ২২ জুনের মধ্যে আবেদনের শেষ সময় বেঁধে দেওয়া হয়েছিল।

১৪৪টি দলের নিবন্ধনের আবেদন যাচাই-বাছাই করে প্রতিবেদন তৈরি করতে ইসি সচিবালয়ের ২০ জন কর্মকর্তা কাজ করছে। এ সংক্রান্ত কমিটির বৈঠকে নিবন্ধন বিধি অনুযায়ী ত্রুটি সংশোধনের সময় দেওয়ার সিদ্ধান্ত হয়।

আবেদনপত্র যাচাই-বাছাই শেষে টিকে থাকা দলগুলো নিবন্ধন শর্ত পূরণ করছে কিনা তা যাচাই করতে মাঠ পর্যায়ের তদন্ত প্রতিবেদন নেবে কমিশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে : আমান উল্লাহ আমান
সাভারে ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার
পটুয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার
হাইকোর্টে স্থায়ী নিয়োগ পাওয়া ২২ বিচারপতির শপথ গ্রহণ কাল
ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী মেলার উদ্বোধন
কৃষিজমি সুরক্ষা এখন সময়ের দাবি : ভূমি উপদেষ্টা
‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’র ওপর অংশীজন সভা অনুষ্ঠিত
সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে ২০২৬ সালের হজ চুক্তি স্বাক্ষরিত
আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না : মির্জা ফখরুল
গত ১৬ বছর বাংলাদেশকে দ্বিতীয়বার বাকশালে পরিণত করেছিল আওয়ামী লীগ : ড. মঈন খান
১০