১ লাখ ৪০ হাজার টন সার, ২ কার্গো এলএনজি কিনবে সরকার

বাসস
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ২১:০০
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৩ জুলাই, ২০২৫ (বাসস) : দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার ১ লাখ ৪০ হাজার মেট্রিক টন সার, ২ কার্গো এলএনজি এবং ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম ক্রয়ের পৃথক প্রস্তাব অনুমোদন করেছে।

আজ বুধবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বছরের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২৮তম সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত আটটি প্রস্তাবের মধ্যে চারটি কৃষি মন্ত্রণালয়, দুটি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, একটি বাণিজ্য মন্ত্রণালয় এবং একটি খাদ্য মন্ত্রণালয়ের।

কৃষি মন্ত্রণালয়ের চারটি পৃথক প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) রাশিয়ার জেএসসি ‘ফরেন ইকোনমিক কর্পোরেশন (প্রডিংটরগ) থেকে প্রায় ১২৯ কোটি ৫৯ লাখ ৮০ হাজর ৫০০ টাকায় ৩০ হাজার মেট্রিক টন এমওপি সার কিনবে যার প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৩৫১ দশমিক ৫০ মার্কিন ডলার।

বিএডিসি রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে ২১১ কোটি ৮১ লাখ ৮১ হাজার ৫০০ টাকায় ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার ক্রয় করবে যার প্রতি মেট্রিক টন টিএসপি সারের দাম পড়বে ৫৭৪ দশমিক ৫০ মার্কিন ডলার।

বিএডিসি রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে ৩৭৮ কোটি ২২ লাখ ৪০ হাজার টাকায় ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার কিনবে যার প্রতি মেট্রিক টন ডিএপি সারের দাম পড়বে ৭৭০ মার্কিন ডলার।

বিএডিসি রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন (সিসিসি) থেকে ১৭২ কোটি ৭৯ লাখ ৭৪ হাজার টাকায় ৪০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানি করবে যার প্রতি মেট্রিক টন এমওপি সারের দাম পড়বে ৩৫১ দশমিক ৫০ মার্কিন ডলার।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি পৃথক প্রস্তাবের ভিত্তিতে পেট্রোবাংলা স্পট মার্কেট থেকে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতির মাধ্যমে সিঙ্গাপুরের মেসার্স গানভোর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে ৫১৩ কোটি ৪৫ লাখ ৩৫ হাজার টাকায় এক কার্গো এলএনজি সংগ্রহ করবে এবং ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড সিঙ্গাপুর থেকে ৫২২ কোটি ২৭ লাখ ৭১ হাজার টাকায় এক কার্গো এলএনজি আমদানি করবে।

খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে সরকার যুক্তরাষ্ট্রের গম সংস্থা অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড থেকে জি টু জি ভিত্তিতে ৮১৭ কোটি ৫৭ লাখ ৬৩ হাজার টাকায় ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম সংগ্রহ করবে।

ক্রয় কমিটির সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে যার অধীনে রাষ্ট্রায়ত্ত ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) স্থানীয় উন্মুক্ত দরপত্র পদ্ধতি (ওটিএম) অনুসরণ করে ঢাকার কেবিসি অ্যাগ্রো প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড থেকে ৬৪ কোটি ৩১ লাখ ৬০ হাজার টাকায় ৭ হাজার মেট্রিক টন মসুর ডাল ক্রয় করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএসসিসি এলাকায় ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন
নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে, আশাপ্রকাশ শামসুজ্জামান দুদুর
সারাদেশে ৪৯ মণ্ডপে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ১৯: র‌্যাব ডিজি
বিএনপি ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সিদ্ধান্ত নিয়েছে: আমীর খসরু
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন তিন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের সমন্বিত উদ্যোগে সন্তোষজনক পূজার পরিবেশ সম্ভব হয়েছে: শারমীন এস মুরশিদ
হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবিসমূহ পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব : তথ্য উপদেষ্টা
বিএনপি সংখ্যাগুরু-সংখ্যালঘুতে বিশ্বাস করে না: ড. মঈন খান
বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষকদল নেতা ফজলে হুদা
১০