দগ্ধদের চিকিৎসায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে সিঙ্গাপুরের মেডিকেল টিম

বাসস
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ২১:১২ আপডেট: : ২৩ জুলাই ২০২৫, ২১:২০
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৩ জুলাই, ২০২৫ (বাসস) : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তা দিতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের একটি মেডিকেল টিম আজ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট (এনআইবিপিএস) পরিদর্শন করেছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন আজ বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, সিঙ্গাপুরের এই মেডিকেল টিম আহতদের আরও কয়েকদিন পর্যবেক্ষণে রাখবে। প্রতিটি রোগীর অবস্থা পৃথকভাবে পর্যালোচনা করে তারা গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন। রোগীদের অবস্থা প্রতি ঘণ্টায় পরিবর্তন হচ্ছে। এজন্য প্রতি ১২ ঘণ্টা  পরপর   চিকিৎসা পর্যালোচনা করা হবে এবং সেই অনুযায়ী চিকিৎসা চলবে।

এক প্রশ্নের জবাবে ডা. নাসির উদ্দীন বলেন, সিঙ্গাপুরের মেডিকেল টিম কতদিন বাংলাদেশে থাকবে, সে বিষয়ে এখনো আলোচনা হয়নি।

আহতদের চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত  হয়নি।

ডা. নাসির উদ্দীন জানান, জাতীয় বার্ন ইনস্টিটিউটে এ পর্যন্ত আহত ৪৪ জনকে ভর্তি করা হয়েছে এবং তাদের কয়েকটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। তাদের মধ্যে ৮ জনকে ‘ক্রিটিক্যাল’, ১৩ জনকে ‘সিবিআর’ (সম্পূর্ণ বিশ্রাম প্রয়োজন), এবং ২৩ জনকে ‘ইন্টারমিডিয়েট’ ক্যাটাগরিতে রাখা হয়েছে।

আজ সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে দেওয়া স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্য অনুযায়ী, বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা আগের দিনের ২৮ জন থেকে বেড়ে ২৯ জন হয়েছে এবং আহতদের মধ্যে ৫৭ জন বিভিন্ন হাসপাতালে  চিকিৎসাধীন রয়েছেন।

আজ ভোররাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ৯ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। ওই শিশুর নাম নাফিস। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়ায়। আগের দিন এই ইনস্টিটিউটে তার বোন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।এর আগে মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, এ বিমান দুর্ঘটনায় মোট ৩১ জন নিহত এবং ১৬৫ জন আহত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএসসিসি এলাকায় ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন
নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে, আশাপ্রকাশ শামসুজ্জামান দুদুর
সারাদেশে ৪৯ মণ্ডপে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ১৯: র‌্যাব ডিজি
বিএনপি ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সিদ্ধান্ত নিয়েছে: আমীর খসরু
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন তিন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের সমন্বিত উদ্যোগে সন্তোষজনক পূজার পরিবেশ সম্ভব হয়েছে: শারমীন এস মুরশিদ
হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবিসমূহ পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব : তথ্য উপদেষ্টা
বিএনপি সংখ্যাগুরু-সংখ্যালঘুতে বিশ্বাস করে না: ড. মঈন খান
বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষকদল নেতা ফজলে হুদা
১০