দগ্ধদের চিকিৎসায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে সিঙ্গাপুরের মেডিকেল টিম

বাসস
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ২১:১২ আপডেট: : ২৩ জুলাই ২০২৫, ২১:২০
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৩ জুলাই, ২০২৫ (বাসস) : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তা দিতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের একটি মেডিকেল টিম আজ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট (এনআইবিপিএস) পরিদর্শন করেছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন আজ বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, সিঙ্গাপুরের এই মেডিকেল টিম আহতদের আরও কয়েকদিন পর্যবেক্ষণে রাখবে। প্রতিটি রোগীর অবস্থা পৃথকভাবে পর্যালোচনা করে তারা গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন। রোগীদের অবস্থা প্রতি ঘণ্টায় পরিবর্তন হচ্ছে। এজন্য প্রতি ১২ ঘণ্টা  পরপর   চিকিৎসা পর্যালোচনা করা হবে এবং সেই অনুযায়ী চিকিৎসা চলবে।

এক প্রশ্নের জবাবে ডা. নাসির উদ্দীন বলেন, সিঙ্গাপুরের মেডিকেল টিম কতদিন বাংলাদেশে থাকবে, সে বিষয়ে এখনো আলোচনা হয়নি।

আহতদের চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত  হয়নি।

ডা. নাসির উদ্দীন জানান, জাতীয় বার্ন ইনস্টিটিউটে এ পর্যন্ত আহত ৪৪ জনকে ভর্তি করা হয়েছে এবং তাদের কয়েকটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। তাদের মধ্যে ৮ জনকে ‘ক্রিটিক্যাল’, ১৩ জনকে ‘সিবিআর’ (সম্পূর্ণ বিশ্রাম প্রয়োজন), এবং ২৩ জনকে ‘ইন্টারমিডিয়েট’ ক্যাটাগরিতে রাখা হয়েছে।

আজ সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে দেওয়া স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্য অনুযায়ী, বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা আগের দিনের ২৮ জন থেকে বেড়ে ২৯ জন হয়েছে এবং আহতদের মধ্যে ৫৭ জন বিভিন্ন হাসপাতালে  চিকিৎসাধীন রয়েছেন।

আজ ভোররাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ৯ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। ওই শিশুর নাম নাফিস। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়ায়। আগের দিন এই ইনস্টিটিউটে তার বোন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।এর আগে মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, এ বিমান দুর্ঘটনায় মোট ৩১ জন নিহত এবং ১৬৫ জন আহত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াত দল নিয়ন্ত্রণ করেছে, দেশও নিয়ন্ত্রণ করতে পারবে : ডা. শফিকুর রহমান
ঢাকার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় লন্ডনের কূটনৈতিক মিশনগুলোর শোক প্রকাশ
৩ আগস্ট শহীদ মিনার থেকে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ আদায় করা হবে : নাহিদ ইসলাম
চট্টগ্রামের লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত 
আগামী ২০ আগস্ট দেশে পবিত্র আখেরী চাহার সোম্বা পালিত হবে
ভুয়া প্রেস বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান রিজভীর
বিমান বিধ্বস্তের ঘটনায় রোগীদের অবস্থার উন্নতি হচ্ছে : ডা. নাসির উদ্দীন
আগামীকাল কিশোরগঞ্জে পদযাত্রা ও সমাবেশ করবে এনসিপি
৩৮তম সেঞ্চুরিতে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক রুট
তারেক রহমানকে নিয়ে তরুণ প্রজন্ম দেশ গড়ার স্বপ্ন দেখছে: শাহজাহান মিঞা
১০