বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় চীনের মেডিকেল টিম আসছে সন্ধ্যায়

বাসস
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৪:০৯

ঢাকা, ২৪ জুলাই, ২০২৫ (বাসস): বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা দিতে একটি জরুরি চীনা মেডিকেল টিম আজ সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে।

আজ সকালে চীনা দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধে, পাঁচজন বার্ন বিশেষজ্ঞ চীনা ডাক্তার এবং নার্সের সমন্বয়ে গঠিত জরুরি মেডিকেল টিম আজ সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে।’

পৌঁছানোর পর চিকিৎসক দলটি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যাবে, সেখানে তারা প্রয়োজনীয় সকল চিকিৎসা সেবা দিবেন এবং আহতদের বর্তমান শারীরিক অবস্থার মূল্যায়ন করবে।

এদিকে, আজ সকালে দুই দেশের চিকিৎসকদের মধ্যে ভিডিও আলোচনা অনুষ্ঠিত হয়। এতে কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির বিশেষজ্ঞরা বাংলাদেশের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে যুক্ত ছিলেন।

দূতাবাস জানিয়েছে, সাম্প্রতিক সামরিক বিমান দুর্ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজন রোগীর অবস্থা পর্যালোচনা ও যৌথভাবে চিকিৎসা পরিকল্পনা নিয়ে আলোচনা করতে বাংলাদেশি ডাক্তারদের সাথে বার্ন চিকিৎসা, প্লাস্টিক সার্জারি, শিশু কিডনি ও শ্বাসতন্ত্র মেডিসিনের চীনা বিশেষজ্ঞরা যোগ দেন।

এই উদ্যোগ সংকটকালীন ও জরুরি পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে চীনের মানবিক সহযোগিতার বাড়তি দিককে তুলে ধরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় নাসির উদ্দীন গ্রেফতার
মাদ্রাসা ও কারিগরি অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ
বান্দরবানে অজগর উদ্ধার, বনাঞ্চলে অবমুক্ত
ইউক্রেন যুদ্ধ নিয়ে সোমবারের বৈঠক ‘ফলপ্রসূ’ হবে, আশাবাদ মার্কিন দূত উইটকফের 
১০