চাঁদপুরে ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৫:৩৯

চাঁদপুর, ২৪ জুলাই ২০২৫ (বাসস): চাঁদপুরের শাহরাস্তিতে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঠাকুরবাজারে ডাকাতির ঘটনায় করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

একইসঙ্গে ডাকাতির সময় লুট হওয়া সিগারেট ও পাঁচটি মোবাইল এবং নগদ ১০ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এসপি মুহম্মদ আব্দুর রকিব প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন, ঢাকার কেরানীগঞ্জ থানার পশ্চিম পাড়ার আব্দুল মালেক আকন (৬০), কুষ্টিয়ার কুমারখালীর সোহেল রানা ওরফে শাওন (৩৯), ঢাকার আশুলিয়া থানার সাহাব উদ্দিন ওরফে সাবু (৩২) ও মো. দেলোয়ার। মামলা পরবর্তী কার্যক্রম ও তদন্তের স্বার্থে অপর আসামির নাম প্রকাশ করা হয়নি।

গতকাল বুধবার শাহরাস্তি থানার একটি দল লক্ষীপুরে অভিযান চালিয়ে মো. দেলোয়ারকে গ্রেপ্তার করে। একইদিন গাজীপুর ও ঢাকায় অভিযান চালিয়ে অন্যদের গ্রেপ্তার করা হয়। 

পুলিশ জানায়, গত ৮ জুলাই শাহারাস্তি ঠাকুরবাজারে মেসার্স পাটোয়ারী এন্টারপ্রাইজের নাইটগার্ডকে হাত-পা বেঁধে সিগারেটসহ অন্যান্য জিনিসপত্র লুট করে ডাকাত দল। এ ঘটনায় ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ইমরান হোসেন থানায় মামলা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফুর রহমানের তত্ত্বাবধানে মামলাটি তদন্ত ও এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করেন শাহারাস্তি থানা পুলিশ।

এসপি মুহম্মদ আব্দুর রকিব বলেন, প্রায় ৩৫ লাখ টাকার মালামাল লুট করে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা। মামলার পরে পুলিশ স্থানীয় সিসিটিভি ক্যামেরার ফুটেজ, তথ্য প্রযুক্তির ব্যবহার এবং সোর্সের মাধ্যমে আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

তিনি বলেন, এই ডাকাতির ঘটনায় চাঁদপুর ও ঢাকার পুলিশের সহযোগিতায় ডাকাত দলের ৭ জন গ্রেপ্তার হয়েছে। তিনজনের বিরুদ্ধে ঢাকায় মামলা রয়েছে। বাকি ৪ জনকে চাঁদপুরে আনা হয়েছে। ওই তিনজনকেও চাঁদপুরের মামলায় আসামি দেখানো হবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। এই ডাকাতির ঘটনায় অধিকতর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা ও চাঁদপুরে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় নাসির উদ্দীন গ্রেফতার
মাদ্রাসা ও কারিগরি অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ
বান্দরবানে অজগর উদ্ধার, বনাঞ্চলে অবমুক্ত
ইউক্রেন যুদ্ধ নিয়ে সোমবারের বৈঠক ‘ফলপ্রসূ’ হবে, আশাবাদ মার্কিন দূত উইটকফের 
১০