নরসিংদীতে বাসের ধাক্কায় অটোচালকসহ নিহত ৩

বাসস
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ১১:৪৬

নরসিংদী, ২৪ অক্টোবর, ২০২৫ (বাসস): নরসিংদীর মাধবদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। 

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী রাইনাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার নুরালাপুর ইউনিয়নের রাইনাদী গ্রামের আজিজুল ইসলামে ছেলে সিয়াম মিয়া (২২), আলতাফ হোসেনের ছেলে সাব্বির হোসেন (২৮) ও রবিউল ইসলামের ছেলে অটোচালক ফাহিম মিয়া (৩০)।

নিহতের স্বজনরা জানান, রাতে তারা তিনজন মাধবদীর থেকে রাইনাদীতে আসার পথে মহাসড়ক পাড় হওয়ার সময় সিলেটগামী বাসের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাদের তিনজনই হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, দ্রুত গতির যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই দুইজন এবং হাসপাতালে নেয়ার পর আরও একজন মারা যান। ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। দুর্ঘটনা কবলিত বাসটি যব্দ করা হলেও চালক ও সহযোগী পালিয়েছে।

নিরাপদ সড়ক চাই (নিসচা) মাধবদী থানা শাখার সভাপতি শাওন খন্দকার শাহিন বলেন, ২২ অক্টোবর আমরা জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করেছি। তখনই চালকদের সতর্ক করেছিলাম, জীবিকার জন্য মৃত্যুঝুঁকি নিয়ে মহাসড়কে চলাচল করা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। একটি দুর্ঘটনা মানে একটি পরিবারের সারাজীবনের কান্না। দুর্ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির নেতারা
লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরাইল : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
১০