সুনামগঞ্জে যুব সংগঠনের মধ্যে অনুদানের চেক বিতরণ

বাসস
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ১১:১৭
ছবি: বাসস

সুনামগঞ্জ, ২৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : সুনামগঞ্জে অনুদানপ্রাপ্ত ১১টি যুব সংগঠনের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুবকল্যাণ তহবিল ২০২৪-২০২৫ অর্থবছরে এ চেক বিতরণ করা হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার দুপুরে চেক বিতরণ করা হয়। যুব সংগঠনের প্রতিনিধিদের হাতে চেক তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল।

সুনামগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. জাফর ইকবাল চৌধুরী জানান, গত এপ্রিল মাসে অনলাইনে আবেদন যাচাই বাচাই করে বিভিন্ন উপজেলার সংগঠনগুলো যুব উন্নয়ন অধিদপ্তর চূড়ান্তভাবে মনোনীত করে। 

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল বলেন, অনুদান প্রাপ্ত চেকের অর্থ সঠিক প্রকল্পে ব্যয় করতে হবে। সুনামগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার প্রশিক্ষক মো. আলমগীর কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা যুব প্রতিনিধি মো. শাহ আলম, স্বপ্ন সিঁড়ি যুব সংঘের সভাপতি শামছুজ্জামান, সাচনা যুব ফাউন্ডেশনের সভাপতি, উইকক্লিব সিম যুব সংঘের সভাপতি প্রমুখ।

অনুদানের চেক প্রাপ্ত সংগঠন গুলো হলো, ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘ, স্বপ্ন সিঁড়ি যুব সংঘ, ভোরের আলো যুব সংঘ, আলোর দিশারী যুব উন্নয়ন প্রতিবন্ধী সমাজকল্যাণ, সাচনা যুব ফাউন্ডেশন, চাঁনপুর শেখ হাটি যুব সংঘ, সাতগাঁও আশার আলো যুব উন্নয়ন সমিতি, মধ্যকান্দাপাড়া যুব সমবায় সমিতি, রুরাল প্রভার্টি ওয়েল ফেয়ার ইয়ুথ সোসাইটি (আরপিডাব্লিউএস),উইকক্লিব সিম যুব সংঘ এবং মাদার তেরেসা যুব নারী সমাজকল্যাণ সংস্থা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির নেতারা
লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরাইল : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
১০