মোংলা কাস্টম হাউসে ১,৫৭৮ কোটি টাকা রাজস্ব আদায়

বাসস
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৭:০৩ আপডেট: : ২৪ জুলাই ২০২৫, ১৮:৩২
মোংলা কাস্টম হাউস। ছবি : বাসস

খুলনা, ২৪ জুলাই, ২০২৫ (বাসস): দেশের দ্বিতীয় বৃহত্তম রাজস্ব আদায় কেন্দ্র মোংলা কাস্টম হাউস (এমসিএইচ) ২০২৪-২৫ অর্থবছরে মোট ১ হাজার ৫৭৮ কোটি টাকার রাজস্ব সংগ্রহ করেছে।

এমসিএইচ সূত্রে জানা যায়, এ সময়ের মধ্যে মোংলা বন্দর দিয়ে মোট ১১ হাজার ৬৭৬টি রিকন্ডিশনড গাড়ি আমদানি হয়েছে, যা এ রাজস্ব সংগ্রহে বড় ভূমিকা রেখেছে।

এর আগে ২০২৩-২৪ অর্থবছরে ১৩ হাজার ৭৯২টি গাড়ি আমদানি হয়, যা ২ হাজার ১৩ কোটি টাকা রাজস্ব আদায়ে ভূমিকা রেখেছিল।

বিদায়ী অর্থবছরটি নানা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে কেটেছে। এর মধ্যে ছিল জুলাই গণঅভ্যুত্থান, এক সপ্তাহ ইন্টারনেট বন্ধ, ডলার সংকট, ভয়াবহ বন্যা, দুটি ঈদ উপলক্ষ্যে ছুটি, প্রাকৃতিক দুর্যোগ, পণ্যবাহী চালক ধর্মঘট, কাস্টমস ক্লিয়ারেন্সে জট এবং এনবিআরের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকা।

মোংলা কাস্টম হাউসের কমিশনার ম. সাফিউজ্জামান বাসস’কে বলেন, রিকন্ডিশনড গাড়ি আমদানিই এখানকার রাজস্ব আয়ের প্রধান উৎস।

দক্ষিণাঞ্চলের মানুষ ও সংশ্লিষ্ট অংশীজনরা সরকারের প্রতি সব সমুদ্রবন্দর সমভাবে ব্যবহারে নীতিমালা প্রয়োগ এবং মোংলা বন্দর ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে আমদানি-রপ্তানিকারকদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তারেক রহমান দেশে ফিরছেন আগামী ২৫ ডিসেম্বর
শামীম নির্বাচিত হলে হাতিয়া মাথা উঁচু করে দাঁড়াবে : আমীর খসরু
ওসমান হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ, সর্বোচ্চ সহযোগিতার নিশ্চয়তা
হাদিকে গুলির ঘটনা নির্বাচনের জন্য অশনিসংকেত : ইসলামী আন্দোলন
ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি
আবদুল মোমেন খান দেশে সর্ব প্রথম দারিদ্র্য ও খাদ্য সমস্যা থেকে উত্তরণ ঘটান : মঈন খান
অতীতের যে কোনো সময় থেকে সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ হতে হবে : তারেক রহমান
শিল্পকলায় আগামীকাল মঞ্চস্থ হবে যাত্রাপালা ‘কাশেম মালার প্রেম’
ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় বাংলাদেশ ন্যাপের উদ্বেগ ও নিন্দা
ওসমান হাদির ওপর সশস্ত্র হামলায় গণঅধিকার পরিষদের তীব্র নিন্দা
১০