মাইলস্টোনে আহতদের উন্নত চিকিৎসায় আরো দুটি বিদেশি চিকিৎসক দল আসছে : স্বাস্থ্য সচিব

বাসস
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৮:১১ আপডেট: : ২৪ জুলাই ২০২৫, ২০:১৫
স্বাস্থ্য সচিব সাইদুর রহমান। ছবি : বাসস

ঢাকা, ২৪ জুলাই, ২০২৫ (বাসস) : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ভয়াবহ বিমান দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার জন্য আজ রাতে সিঙ্গাপুর ও চীনের আরও দুটি চিকিৎসক দল বাংলাদেশে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান।

সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজ দপ্তরে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) কে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্য সচিব বলেন, গতকাল সিঙ্গাপুরের যে চিকিৎসক দলটি এসেছিল তারা গত দুই দিনে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ডিজিটাল প্রজেকশনের মাধ্যমে আহতদের ছবি ও ভিডিও দেখে বাংলাদেশে বার্ন চিকিৎসায় সন্তোষ প্রকাশ করেছেন। কিছু কিছু ক্ষেত্রে তারা আরও উন্নত চিকিৎসা পদ্ধতির  জন্য পরামর্শ দিয়েছেন সেগুলো মেনে চলার চেষ্টা করা হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব জানান এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিট ৪৩ জন, সিএমএইচ এ ২১ জন, কুয়েত বাংলাদেশ ফ্রেন্ডশিপ গভর্নমেন্ট হসপিটালে একজন, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হসপিটালে একজনসহ মোট ৬৭ জন হসপিটালে ভর্তি আছেন। তাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার মাহতাব উদ্দিন নামে পনেরো বছরের একজন স্কুল ছাত্রসহ এ পর্যন্ত ৩০ জনের মৃত্যুর নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

স্বাস্থ্য সচিব বলেন, আজ সকালে ভারতের তিন জনের বিশেষজ্ঞ চিকিৎসক দল বার্ন ইউনিটে এসে আহত রোগীদের বিষয়ে খোঁজখবর নিয়ে গেছেন। তারাও বাংলাদেশে অগ্নিদগ্ধদের চিকিৎসা পদ্ধতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

আজ রাতে চীন এবং সিঙ্গাপুর থেকে যে-সব চিকিৎসকদল আসবে তাদের মতামতসহ গত কয়েকদিনে যে-সব চিকিৎসক দল বিদেশ থেকে এসেছে বা আসবে তাদের সকলের মতামত নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে যে আহতদের মধ্যে কতজনকে বিদেশের উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে।

স্বাস্থ্য সচিব বলেন, যারা সরকারি হাসপাতালে চিকিৎসা করেছেন তাদেরকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাই আহত নিহতদের তালিকা নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের লুকোচুরি করার সুযোগ নেই।

তিনি বলেন, আহতদের উন্নত এবং সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের সর্বোচ্চ মহল থেকে গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে। সে হিসেবে প্রত্যেক জন আহত রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে।

তিনি আহতদের চিকিৎসার বিষয়ে যেকোনো ধরনের বিভ্রান্তি এড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান।

এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য সচিব বলেন, আমাদের কাছে সরকারি হিসেবে এ পর্যন্ত ৩০ জন মৃত্যুবরণ করেছেন। 

অন্য একটি সূত্র থেকে ৩১ জন নিহতের কথা বলা হয়েছে। কিন্তু তারা কি ৩১ জনের নামের তালিকা প্রকাশ করতে পেরেছে প্রশ্ন রাখেন স্বাস্থ্য সচিব।

স্বাস্থ্য সচিব জানান, সরকার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ভয়াবহ দুর্ঘটনায় আহত ও নিহতদের তালিকা সংরক্ষণ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএসসিসি এলাকায় ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন
নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে, আশাপ্রকাশ শামসুজ্জামান দুদুর
সারাদেশে ৪৯ মণ্ডপে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ১৯: র‌্যাব ডিজি
বিএনপি ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সিদ্ধান্ত নিয়েছে: আমীর খসরু
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন তিন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের সমন্বিত উদ্যোগে সন্তোষজনক পূজার পরিবেশ সম্ভব হয়েছে: শারমীন এস মুরশিদ
হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবিসমূহ পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব : তথ্য উপদেষ্টা
বিএনপি সংখ্যাগুরু-সংখ্যালঘুতে বিশ্বাস করে না: ড. মঈন খান
বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষকদল নেতা ফজলে হুদা
১০