নিউইয়র্ক কনস্যুলেটে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন

বাসস
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১৯:৫০

ঢাকা, ২৫ জুলাই, ২০২৫ (বাসস) : নিউইয়র্কে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।

নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে, কনস্যুলেট জেনারেল ২২ থেকে ২৪ জুলাই পর্যন্ত তাদের কার্যালয়ে একটি শোক বই খোলার ব্যবস্থা করেছে, সেখানে সর্বসাধারণ তাদের সহানুভূতি প্রকাশ করতে পারবেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।

নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে একটি বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।

কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মীদের সঙ্গে কনস্যুলেট জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক বিশেষ দোয়ায় অংশ নেন।

কনস্যুলেট জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক শোকাহত পরিবার এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। জাতি হিসেবে আমরা শোকাহত। আমরা আমাদের গভীর শোক প্রকাশ করছি এবং সকল নিহতদের জন্য দোয়া করছি।’

এসময় বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে একটি পৃথক মোনাজাতও করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে, আশাপ্রকাশ শামসুজ্জামান দুদুর
সারাদেশে ৪৯ মণ্ডপে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ১৯: র‌্যাব ডিজি
বিএনপি ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সিদ্ধান্ত নিয়েছে: আমীর খসরু
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন তিন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের সমন্বিত উদ্যোগে সন্তোষজনক পূজার পরিবেশ সম্ভব হয়েছে: শারমীন এস মুরশিদ
হিন্দু ধর্মাবলম্বীদের ন্যায্য দাবিসমূহ পর্যায়ক্রমে পূরণ করা সম্ভব : তথ্য উপদেষ্টা
বিএনপি সংখ্যাগুরু-সংখ্যালঘুতে বিশ্বাস করে না: ড. মঈন খান
বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
নওগাঁয় পূজামণ্ডপ পরিদর্শন করলেন কৃষকদল নেতা ফজলে হুদা
স্বাধীনতা যুদ্ধ ছিল সব ধর্মের মানুষের যৌথ সংগ্রাম: আসাদুল হাবিব দুলু
১০