বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে চীনা বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে: বিডা

বাসস
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৫:৫৩

ঢাকা, ২৭ জুলাই, ২০২৫ (বাসস) : চীনের সাংহাই ও গুয়াংজৌতে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকগুলোতে চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতসমূহে দৃঢ় আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

একশ’রও বেশি চীনা বিনিয়োগকারী গত ২১ জুলাই সাংহাইয়ে অনুষ্ঠিত ‘বাংলাদেশ-চীন বিনিয়োগ সেমিনারে’ অংশ নেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং চীনে বাংলাদেশ দূতাবাস যৌথভাবে সেমিনারটি আয়োজন করে। আজ বিডা’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২০ থেকে ২৬ জুলাই পর্যন্ত সাংহাই ও গুয়াংজৌয়ে অনুষ্ঠিত এই বিনিয়োগ প্রচার কার্যক্রমের নেতৃত্ব দেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ।

সেমিনারের পাশাপাশি, প্রতিনিধি দলটি চীনের দুই শহরের ২৫টিরও বেশি কোম্পানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করে। এসব আলোচনায় বাংলাদেশে নতুন বা সম্প্রসারিত বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। 

আলোচনার প্রধান খাতগুলোর মধ্যে ছিল- নবায়নযোগ্য জ্বালানি, তৈরি পোশাক (আরএমজি), স্বাস্থ্যসেবা ও ভোক্তা ইলেকট্রনিক্স।

বিডা’র নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘চীনা কোম্পানিগুলোর আগ্রহ ও সক্রিয় অংশগ্রহণ আমাদের আশাবাদী করেছে। এসব বৈঠকের মাধ্যমে বাংলাদেশে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ নীতিগত অগ্রগতি তুলে ধরা হয়েছে, বিশেষত মুদ্রার স্থিতিশীলতা ও বিনিয়োগ প্রক্রিয়ার সহজীকরণ। এসব উদ্যোগ নিয়ে চীনা বিনিয়োগকারীরা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।’

এই সফরের মাধ্যমে চীনের বিভিন্ন শীর্ষ ব্যবসায়ী সংগঠন ও চীনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হয়েছে।

পাশাপাশি, এই সফরকালে পূর্ব এশিয়ায় বিডার প্রথম আন্তর্জাতিক কার্যালয় স্থাপনের বিষয়ে প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়, যাতে করে এই অঞ্চলে বিনিয়োগ সহায়তা ও প্রচার কার্যক্রম আরও জোরদার করা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারা দেশে প্রাইমারি স্কুলের স্থগিত অনুষ্ঠান হবে ৩১ জুলাই
একনেক সভায় ৮ হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকার ১২ প্রকল্প অনুমোদন
শেখ মুজিব একদলীয় শাসন চালিয়েছে আর শেখ হাসিনা গণতন্ত্রকে হত্যা করেছে : মেজর (অব.) হাফিজ উদ্দিন 
করোনায় আরও ১ জন আক্রান্ত
জুলাইয়ে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে জিইডি 
জুলাইয়ের অভ্যুত্থান ছিল নিপীড়নের বিরুদ্ধে ছাত্রজনতার যুদ্ধ : আসাদ বিন রনি
গাজায় আংশিক যুদ্ধবিরতির ঘোষণা ইসরাইলের
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৩, আক্রান্ত ৪০৯ 
এআই নিয়ন্ত্রণে ‘বিশ্বব্যাপী যৌথ উদ্যোগের’ তাগিদ জাতিসংঘের প্রযুক্তি প্রধানের
৭১ কর্মকর্তাকে বদলি করেছে ইসি 
১০