নওগাঁ, ২৭ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার মান্দা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক নাঈম শেখ (২৭) নিহত হয়েছেন।
আজ রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার ভালাইন ইউনিয়নের লক্ষীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈম শেখ রাজশাহীর পবা থানার ধর্মহাটা এলাকার সেহেরদী শেখের ছেলে।
স্থানীয়রা জানান, নাঈম শেখ সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে করে মান্দার গোররা গ্রামে তার নানার বাড়ি যাচ্ছিলেন। পথের লক্ষ্মীরামপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে নাঈম মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ওসি মুনসুর রহমান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।