মাগুরায় অধিক মূল্যে সার বিক্রি করায় ৫০ হাজার টাকা জরিমানা

বাসস
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৯:২৯

মাগুরা, ২৭ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ অধিক মূল্যে সার বিক্রির দায়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

আজ রোববার দুপুর ১১টা থেকে দেড়টা পর্যন্ত সদর উপজেলার গাংনালিয়া বাজার এলাকায় অভিযানকালে এ জরিমানা করা হয়। 

এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, রোববার সদর উপজেলায় গাংনালিয়া বাজার এলাকায় অভিযানকালে মেসার্স মাবিয়া ট্রেডার্স নামক একটি সার ডিলার প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে সার বিক্রির প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটি একহাজার ৩৫০ টাকা মূল্যের টিএসপি সার একহাজার ৬৫০ টাকায় এবং একহাজার ৫০ টাকা দামের ডিএপি সার একহাজার ৫০০ টাকায় বিক্রি করছিল। এছাড়া, ক্রয়-বিক্রয়ের কোনও সঠিক ভাউচার প্রদান বা সংরক্ষণের প্রমাণও পাওয়া যায়নি। এ ঘটনায় প্রতিষ্ঠানটির ম্যানেজার জাকির হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বন্ধে সতর্ক করা হয়।

এ সময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল ইসলাম ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বাধীন পুলিশ কমিশন গঠনসহ ১২টি বিষয়ে ঐকমত্য: অধ্যাপক আলী রীয়াজ
যেকোনো সিরিজ জয় খেলোয়াড়দের পরবর্তী সিরিজে ভালো খেলতে উৎসাহিত করে : মিনহাজুল
গাজায় ত্রাণের রুট খুলে দেওয়ার পর জাতিসংঘের আর ‘অজুহাতের সুযোগ নেই’: নেতানিয়াহু
২৩ সদস্য বিশিষ্ট জাতীয় বেতন কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি
প্রধান উপদেষ্টার সঙ্গে সৌদির নবনিযুক্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
তৃতীয় দফা শুল্ক আলোচনার জন্য আগামীকাল যুক্তরাষ্ট্রে যাচ্ছে বাংলাদেশের প্রতিনিধিদল 
সুনামগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নিয়োগ দুর্নীতির অভিযোগে খুকৃবি উপাচার্যসহ ১৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা
বাংলাদেশ আসিয়ানের সদস্যপদ পেতে মালয়েশিয়ার সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা
গোপালগঞ্জে সংঘর্ষ: গ্রেফতার শিশুদের বিষয়ে তদন্ত প্রতিবেদন চাইলেন হাইকোর্ট
১০