লক্ষ্মীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৯:৩১
লক্ষ্মীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত। ছবি: বাসস

লক্ষ্মীপুর, ২৭ জুলাই, ২০২৫ (বাসস): লক্ষ্মীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শেষ হয়েছে। এ উপলক্ষ্যে আজ রোববার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর যৌথ আয়োজনে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান শুরু হয়। 

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। নোয়াখালী উপকূলীয় বন বিভাগের কর্মকর্তা আবু ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্তি পুলিশ সুপার রায়হান কাজেমী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খ্রীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা ও সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা মিঠুন চন্দ্র দাস।

এ সময় ডিসি রাজীব কুমার সরকার বলেন, একটি দেশের ভারসাম্যপূর্ণ পরিবেশ রক্ষার জন্য ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন। সে লক্ষ্য থেকে এখনও আমরা অনেক দূরে। লক্ষ্যমাত্রা পূরণে ও দেশকে পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য করে যেতে চাইলে পরিবেশ রক্ষার বিকল্প নেই। 

মেলায় জেলার বিভিন্ন নার্সারির মালিক অর্ধশতাধিক স্টল বসান। তাদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের সনদ প্রদান ও ক্রেস্ট দেয়া হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শাহজালালের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চূড়ান্ত আলোচনা শুরু
আসন্ন নির্বাচনে তিন সদস্যের কমিশন গঠন করেছে বিসিবি
জুলাই যোদ্ধাদের কর্মে অভিজ্ঞতা ও প্রশিক্ষণের মাধ্যমে পুনর্বাসন করা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা
শিকাগোকে ‘যুদ্ধ বিভাগ’-এর হুমকি দিয়ে দমনপীড়ন বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
বদরুদ্দীন উমর এর মৃত্যুতে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার শোক
পদত্যাগ করবেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা
চাঁদপুরে চলতি বছরে পানিতে ডুবে ১৪৮ জনের মৃত্যু 
দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতিমূলক সভা
দেশের রাজনীতির ইতিহাস সত্যনিষ্ঠ ও নৈর্ব্যক্তিকভাবে রচনার প্রয়োজন দেখা দিয়েছে : বদরুদ্দীন উমর 
দিনাজপুরে ‘তারুণ্যের উৎসব’ কারাতে প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
১০