কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত 

বাসস
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ২০:০৪ আপডেট: : ২৭ জুলাই ২০২৫, ২০:০৫

কুমিল্লা, ২৭ জুলাই ২০২৫ (বাসস): জেলার দেবিদ্বার উপজেলায় আজ কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মো. ফারুক (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

আজ রোববার দুপুরে উপজেলায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের জাফরগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ফারুক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হিসাব শাখার কর্মচারী ছিলেন। তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গোয়ালমাথন গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে ফারুক মোটরসাইকেল যোগে কুমিল্লা সদর থেকে দেবিদ্বার অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে  দুপুর ১টার দিকে জাফরগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান ফারুকের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি ছিঁটকে সড়কে পড়ে যান। স্থানীয়রা গুরুতর অবস্থায় মো. ফারুককে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পারভেজ আলী জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘাতক পিকআপ গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেটে নতুন করে চারজনের শরীরে ডেঙ্গু শনাক্ত
তরুণদের নেতৃত্বেই গঠিত হবে আগামীর বৈষম্যহীন বাংলাদেশ : খুবি উপাচার্য
পুলিশের ঊর্ধ্বতন ১৮ কর্মকর্তাকে বদলি
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়ায় বিদেশি মেডিকেল টিমগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
শেখ হাসিনা শেরপুরের উন্নয়নে কোনো কাজই করেনি : নাহিদ ইসলাম
এনটিআরসিএর নতুন চেয়ারম্যান আমিনুল ইসলাম
স্বাধীন পুলিশ কমিশন গঠনসহ ১২টি বিষয়ে ঐকমত্য: অধ্যাপক আলী রীয়াজ
যেকোনো সিরিজ জয় খেলোয়াড়দের পরবর্তী সিরিজে ভালো খেলতে উৎসাহিত করে : মিনহাজুল
গাজায় ত্রাণের রুট খুলে দেওয়ার পর জাতিসংঘের আর ‘অজুহাতের সুযোগ নেই’: নেতানিয়াহু
১০