কুমিল্লা, ২৭ জুলাই ২০২৫ (বাসস): জেলার দেবিদ্বার উপজেলায় আজ কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মো. ফারুক (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ রোববার দুপুরে উপজেলায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের জাফরগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ফারুক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হিসাব শাখার কর্মচারী ছিলেন। তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গোয়ালমাথন গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে ফারুক মোটরসাইকেল যোগে কুমিল্লা সদর থেকে দেবিদ্বার অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে দুপুর ১টার দিকে জাফরগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান ফারুকের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি ছিঁটকে সড়কে পড়ে যান। স্থানীয়রা গুরুতর অবস্থায় মো. ফারুককে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পারভেজ আলী জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘাতক পিকআপ গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।