গোপালগঞ্জে সংঘর্ষ: গ্রেফতার শিশুদের বিষয়ে তদন্ত প্রতিবেদন চাইলেন হাইকোর্ট

বাসস
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ২০:৩১
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৭ জুলাই ২০২৫(বাসস): গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ ঘিরে হামলা-সংঘর্ষের ঘটনায় গ্রেফতার হওয়া শিশুদের বিষয়ে তদন্ত কমিটি গঠন করে তিন মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের  নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

স্বরাষ্ট্র  ও  আইন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারকে নিয়ে গঠন করা তদন্ত কমিটির প্রতিবেদন বিষয়ে শুনানির জন্য আগামী ৫ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।

এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ রুলসহ আদেশ দেন।

রুলে ২০১৩ সালের শিশু আইন ও শিশু অধিকার সনদ বিবেচনার ক্ষেত্রে নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র সচিব, নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, আইন সচিব ও পুলিশ মহাপরিদর্শকসহ বিবাদীদের (রেসপনডেন্ট) এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

‘গোপালগঞ্জে গ্রেফতার ২৭৭ জন কারাগারে, রয়েছে ৯ শিশুও’ শিরোনামে ২০ জুলাই একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। সে প্রতিবেদনটি যুক্ত করে গ্রেফতার হওয়া শিশুদের ক্ষেত্রে ২০১৩ সালের শিশু আইন ও শিশু অধিকার সনদ বিবেচনায় নেওয়ার বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ২১ জুলাই রিটটি করেন। রিটকারী দুই আইনজীবী হলেন উৎপল বিশ্বাস ও আবেদা গুলরুখ।

আদালতে আজ রিটের পক্ষে রিটকারি আইনজীবীরা শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শাহজালালের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চূড়ান্ত আলোচনা শুরু
আসন্ন নির্বাচনে তিন সদস্যের কমিশন গঠন করেছে বিসিবি
জুলাই যোদ্ধাদের কর্মে অভিজ্ঞতা ও প্রশিক্ষণের মাধ্যমে পুনর্বাসন করা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা
শিকাগোকে ‘যুদ্ধ বিভাগ’-এর হুমকি দিয়ে দমনপীড়ন বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
বদরুদ্দীন উমর এর মৃত্যুতে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার শোক
পদত্যাগ করবেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা
চাঁদপুরে চলতি বছরে পানিতে ডুবে ১৪৮ জনের মৃত্যু 
দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতিমূলক সভা
দেশের রাজনীতির ইতিহাস সত্যনিষ্ঠ ও নৈর্ব্যক্তিকভাবে রচনার প্রয়োজন দেখা দিয়েছে : বদরুদ্দীন উমর 
দিনাজপুরে ‘তারুণ্যের উৎসব’ কারাতে প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
১০