গোপালগঞ্জে সংঘর্ষ: গ্রেফতার শিশুদের বিষয়ে তদন্ত প্রতিবেদন চাইলেন হাইকোর্ট

বাসস
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ২০:৩১
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৭ জুলাই ২০২৫(বাসস): গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ ঘিরে হামলা-সংঘর্ষের ঘটনায় গ্রেফতার হওয়া শিশুদের বিষয়ে তদন্ত কমিটি গঠন করে তিন মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের  নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

স্বরাষ্ট্র  ও  আইন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারকে নিয়ে গঠন করা তদন্ত কমিটির প্রতিবেদন বিষয়ে শুনানির জন্য আগামী ৫ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।

এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ রুলসহ আদেশ দেন।

রুলে ২০১৩ সালের শিশু আইন ও শিশু অধিকার সনদ বিবেচনার ক্ষেত্রে নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র সচিব, নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, আইন সচিব ও পুলিশ মহাপরিদর্শকসহ বিবাদীদের (রেসপনডেন্ট) এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

‘গোপালগঞ্জে গ্রেফতার ২৭৭ জন কারাগারে, রয়েছে ৯ শিশুও’ শিরোনামে ২০ জুলাই একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। সে প্রতিবেদনটি যুক্ত করে গ্রেফতার হওয়া শিশুদের ক্ষেত্রে ২০১৩ সালের শিশু আইন ও শিশু অধিকার সনদ বিবেচনায় নেওয়ার বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ২১ জুলাই রিটটি করেন। রিটকারী দুই আইনজীবী হলেন উৎপল বিশ্বাস ও আবেদা গুলরুখ।

আদালতে আজ রিটের পক্ষে রিটকারি আইনজীবীরা শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর কালশীতে আগুন
জাতীয় সংসদ নির্বাচনে ৩১ দফা বাস্তবায়নে মোংলায় বিএনপির সমাবেশ
তারেক রহমান শিগগিরই দেশে ফিরে বিএনপির নেতৃত্ব দেবেন : ড. এনামুল হক চৌধুরী
৮ম ড্যাফোডিল ক্যাপ্টেন’স কাপ গলফ্ টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত
রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জন গ্রেফতার
রাঙ্গুনিয়ায় একই পুুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু
ঐতিহ্য ও পর্যটনের এক অনন্য মেলবন্ধন প্যাডেল স্টিমার ‘পি এস মাহসুদ’: নৌপরিবহন উপদেষ্টা
শান্তি ও সহযোগিতার বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে : অধ্যাপক ইউনূস
মিথ্যা আশ্বাস দিয়ে ভোট চাওয়ার রাজনীতি বিএনপি করে না : মির্জা আব্বাস
লিবিয়ায় অভিবাসীরা নির্যাতন ও অপহরণের শিকার হচ্ছেন : আইওএম প্রধান
১০