সুনামগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বাসস
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ২০:৪৩
ছবি: বাসস

সুনামগঞ্জ, ২৭ জুলাই,  ২০২৫ (বাসস): জেলার তাহিরপুর উপজেলায় আজ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি’- এর আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৯ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।  

আজ রোববার সকালে উপজেলা ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে তাহিরপুর উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়। 

জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম। 

বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো. মনিরুজ্জামান। 

অনুষ্ঠানে ২০২২ ও ২০২৩ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী ক্যাটাগরিতে তাহিরপুর উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ নম্বর ও গ্রেড পাওয়ায় ২৯ শিক্ষার্থীকে ক্রেস্ট, সার্টিফিকেট ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ১৪ ছাত্রী এবং ১৫ জন ছাত্র।   

এ অনুষ্ঠানে তাহিরপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় নতুন বন্দোবস্ত প্রয়োজন: জোনায়েদ সাকি
চিকিৎসকের অনুপস্থিতি ও রোগী মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
সিলেটে নতুন করে চারজনের শরীরে ডেঙ্গু শনাক্ত
তরুণদের নেতৃত্বেই গঠিত হবে আগামীর বৈষম্যহীন বাংলাদেশ : খুবি উপাচার্য
পুলিশের ঊর্ধ্বতন ১৮ কর্মকর্তাকে বদলি
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়ায় বিদেশি মেডিকেল টিমগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
শেখ হাসিনা শেরপুরের উন্নয়নে কোনো কাজই করেনি : নাহিদ ইসলাম
এনটিআরসিএর নতুন চেয়ারম্যান আমিনুল ইসলাম
স্বাধীন পুলিশ কমিশন গঠনসহ ১২টি বিষয়ে ঐকমত্য: অধ্যাপক আলী রীয়াজ
১০