ঢাকা, ২৭ জুলাই, ২০২৫ (বাসস): বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নতুন চেয়ারম্যান হিসেবে পদায়ন পেয়েছেন মো. আমিনুল ইসলাম।
আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
মো. আমিনুল ইসলাম খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলেও উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।