গরিবের স্বার্থে সুনির্দিষ্ট সিদ্ধান্তসহ সংবিধান সংস্কারের দাবি: রাষ্ট্র সংস্কার আন্দোলন

বাসস
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১১:৩৪
ছবি : রাষ্ট্র সংস্কার আন্দোলন

ঢাকা, ২ আগস্ট, ২০২৫ (বাসস) : টেকসইভাবে সংবিধান সংস্কারের সিদ্ধান্ত না হলে জুলাই সনদে স্বাক্ষর করবে না বলে উল্লেখ করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। সংগঠনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম এ কথা বলেন।

তিনি বলেন, সংবিধান সংস্কারের ক্ষেত্রে গরিব জনগণের স্বার্থে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান।

শনিবার নারায়ণগঞ্জ প্রেসক্লাব এলাকায় বাংলাদেশ ভূমিহীন আন্দোলন এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা কমিটির আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন।

হাসনাত কাইয়ূম বলেন, ‘৭১ ও ৯০-এর মতো জনগণের রক্ত-ঘামে অর্জিত বিজয় আবারও কিছু রাজনৈতিক দল নিজেদের স্বার্থে ব্যবহার করছে। এতে গণতান্ত্রিক বিজয় বেহাত হওয়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে।’

তিনি সব রাজনৈতিক দলকে ন্যায্য বিচার, টেকসই সংস্কার এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি জিয়ারুল ইসলাম সুমনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বিশেষ বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ নাসিরউদ্দীন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজবাড়ীতে তথ্য অফিসের উঠান বৈঠক
নরসিংদীতে বাসের ধাক্কায় অটোচালকসহ নিহত ৩
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ১৫১
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
আমেরিকার কাছে ভেনিজুয়েলার মাদুরো: ‘দয়া করে কোনো পাগলাটে যুদ্ধ নয়!’
সুনামগঞ্জে যুব সংগঠনের মধ্যে অনুদানের চেক বিতরণ
রাশিয়ার সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে সহায়তার পথে অগ্রগতি ইইউ’র
সুনামগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
কুড়িগ্রামে ড্রাম ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত
টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে বাস উল্টে মা-মেয়ে নিহত
১০