পিরোজপুরে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে গণসমাবেশ

বাসস
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১৪:২০
ছবি : বাসস

পিরোজপুর, ২ আগস্ট, ২০২৫ (বাসস) : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরের নাজিরপুর উপজেলায় গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। সভায় সভাপতিত্ব করেন নাজিরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এস এম রেজাউল কবির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপি’র সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও জেলা বিএনপি’র সদস্য এম আনোয়ারুল ইসলাম পলাশ, নাজিরপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব মিজানুল রহমান দুলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আবু হাসান খান, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ফরাজী, ছাত্রদলের সাবেক আহ্বায়ক এস এম মাজেদুল কবীর রাসেল, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. মিজানুর রহমান শরীফ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মেহেদী হাসান ও মো. তাওহীদুল ইসলাম ফরাজী, ছাত্রদলের আহ্বায়ক এইচ এম শামীম হাসান এবং সদস্য সচিব মো. তারেক আবদুল্লাহ বাপ্পি।

সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 

তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের পতন হলেও তাদের দোসররা দেশে ঘাপটি মেরে রয়েছে। ছাত্র-জনতার রক্তে অর্জিত স্বাধীনতাকে কোনো ষড়যন্ত্রে নস্যাৎ করতে দেওয়া হবে না।

এছাড়া ধর্মীয় সম্প্রীতির এই দেশে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির অপচেষ্টা রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পশ্চিম আফ্রিকার উপকূলে নৌ-দুর্ঘটনায় ৫ মৌরিতানিয়ান নিখোঁজ
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রাও
সিএসএ ভিপি পদে বিজয়ী ছাত্রদল কর্মী রিফাদ
গাজায় ইসরাইলি হামলা জোরদার, নিহত অর্ধশত
যুক্তরাষ্ট্র-জাপান-দক্ষিণ কোরিয়ার মহড়া ‘খারাপ পরিণতি’ বয়ে আনবে : উত্তর কোরিয়া
ফরিদা পারভীনের দাফন হবে কুষ্টিয়ায়
নাইজেরিয়ায় ১৮ নারী ও শিশুকে অপহরণ
পিকেএসএফ ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
মুন্সীগঞ্জে দেশীয় ধারালো অস্ত্রসহ আটক ২
মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ দুজন আটক
১০