নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন অধ্যাপক ইউনূসের

বাসস
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১৪
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। ফটো কোলাজ: বাসস

ঢাকা, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন ।

আজ এক বার্তায় তিনি বলেন, ‘বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকেও আমি নেপালের প্রধানমন্ত্রী হিসেবে আপনার নিয়োগে আন্তরিক অভিনন্দন জানাই।’

অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, নেপালের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন হিসেবে সুশীলা কার্কির দায়িত্বগ্রহণকে বাংলাদেশ গুরুত্ব সহকারে দেখছে। 

তিনি বলেন, ‘একজন দীর্ঘদিনের বন্ধু ও প্রতিবেশী হিসেবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার দক্ষ নেতৃত্বে নেপাল ও এর দৃঢ়চেতা জনগণ শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার পথে এগিয়ে যাবে।’

প্রধান উপদেষ্টা নেপালের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলীতে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। 

বার্তায় তিনি বলেন, ‘আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত ও পূর্ণ আরোগ্য কামনা করি।’

অধ্যাপক ইউনূস আশা প্রকাশ করেন যে বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক তাঁর নেতৃত্বে আরও জোরদার হবে। 

তিনি সুশীলা কার্কির সুস্বাস্থ্য ও সফলতা এবং নেপালের জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পোপ লিও ল্যাম্পেডুসাবাসীদের ধন্যবাদ জানিয়েছেন
খুবি’তে 'পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থাপনা' বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
শিক্ষার্থীদের নিজের স্বপ্ন অনুসরণের আহ্বান হাসনাত আব্দুল্লাহর
গবাদি পশুর যত্রতত্র অ্যান্টিবায়োটিক ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য উপদেষ্টার
সার আমদানিতে কোনো অনিয়ম হয়নি, অপপ্রচার উদ্দেশ্যপ্রণোদিত : কৃষি মন্ত্রণালয়
মুন্সীগঞ্জে পদ্মানদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড
সুনামগঞ্জে আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস পালিত
সঠিক রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব: বাণিজ্য উপদেষ্টা
রাজশাহীতে আউশ ধান কাটা মাড়াইয়ে ব্যস্ত কৃষকরা
খাগড়াছড়িতে এগ্রোইকোলজি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
১০