হবিগঞ্জে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি

বাসস
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১৮:১৩

হবিগঞ্জ, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলার চুনারুঘাট-সাতছড়ি এলাকায় আজ ভারতীয় শাড়ি, কসমেটিক্স ও ফুসকা সহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

রোববার দিবাগত সোমবার ভোররাতে অভিযানকালে চুনারুঘাট-সাতছড়ি এলাকায় ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক থেকে এসব মালামাল জব্দ করা হয়।

আজ সোমবার বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি’র হবিগঞ্জ ব্যাটেলিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত সোমবার ভোররাতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক থেকে পাথরবোঝাই দুটি ট্রাক ও ভারতীয় ফুসকাবোঝাই আরেকটি ট্রাক জব্দ করা হয়। এরমধ্যে পাথরবোঝাই ট্রাকগুলোর ওপর পাথর লোড করে তার ভেতরে কৌশলে ভারতীয় শাড়ি, কসমেটিক্স সহ বিভিন্ন ধরনের চোরাই মালামাল লুকানো ছিল। জব্দকৃত মালামালের বাজার মূল্য আনুমানিক প্রায় সাড়ে তিনকোটি টাকা।  

এ বিষয়ে বিজিবি’র হবিগঞ্জ ব্যাটেলিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান জানান, জব্দকৃত সব মালামাল আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফায়ার সেফটি প্ল্যানের অনাপত্তি সনদপত্র অনলাইনে ডাউনলোড করা যাবে
ইমিগ্রেশন প্রতিনিধি ও নথি যাচাইয়ের আহ্বান কানাডার
তাইবুরের আক্ষেপের দিন লিড নিল রাজশাহী
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়: জেলায় জেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৮
গালিব-শুভাগতর নৈপুন্যে প্রথম জয় ময়মনসিংহের
গণহত্যার দায়ে হাসিনা-কামালের মৃত্যুদণ্ড ন্যায় বিচারের অনন্ত দৃষ্টান্ত: বাংলাদেশ লেবার পার্টি
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়ে রাজশাহীতে মিষ্টি বিতরণ
স্বাগতিক বাংলাদেশের শুভ সূচনা
১০