সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ

বাসস
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ২০:২৩

সাতক্ষীরা, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে সীমান্ত এলাকা থেকে ভারতীয় শাড়ি, ওষুধ ও ধানের বীজসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। 

আজ সোমবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, কালিয়ানী, তলুইগাছা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা, মাদরা, হিজলদী, সুলতানপুর ও চান্দুড়িয়া ও বাঁকাল চেকপোষ্ট বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার লক্ষীদাড়ি নামক স্থান হতে ভারতীয় শাড়ি, বাঁকাল চেকপোষ্ট এর বিশেষ আভিযানিক দল একই উপজেলার খড়িবাড়ি মন্টু মিয়ার বাগানবাড়ি নামক স্থান হতে ভারতীয় ধানের বীজ, কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল কালিয়ানী নামক স্থান হতে ভারতীয় ওষুধ এবং তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল কেড়াগাছি বাঁশবাগান ও তেতুল বাড়ি বাঁশবাগান হতে ১৫ বোতল ভারতীয় মদ ও ওষুধ জব্দ করে। 

এছাড়া, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার গেড়াখালি নামক স্থান হতে ভারতীয় শাড়ি, ঝাউডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা নামক স্থান হতে, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালী নামক স্থান হতে, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার শিশুতলা আমবাগান নামক স্থান হতে, সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল তেতুলতলা আমবাগান নামক স্থান হতে এবং চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল চাঁন্দুড়িয়া বরই বাগান নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক আটলাখ ৭২ হাজার পাঁচশ’ টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া জব্দকৃত মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জলবায়ুজনিত ক্ষতিপূরণ তহবিল ঝুঁকিপূর্ণ মানুষের কাছে পৌঁছাতে হবে : ফরিদা আখতার
২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে
বরগুনার সাবেক এমপি মতিয়ার রহমান আর নেই
রাজধানীর নিকুঞ্জে ডিএনসিসির উচ্ছেদ অভিযান
এক মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় কার্যকরের দাবি নাহিদের
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানালেন শহীদ ওয়াসিমের বাবা ও শান্তর মা
হাসিনার বিরুদ্ধে রায় প্রমাণ করে, কেউ আইনের ঊর্ধ্বে নয়: প্রধান উপদেষ্টা
মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের মেডিকেল শিক্ষায় বিশেষ কোটা
খুনি হাসিনার বিরুদ্ধে দেয়া রায় কার্যকর না হওয়া পর্যন্ত চূড়ান্ত বিজয় হবে না: গণঅধিকার পরিষদ
প্রভোস্ট আ্যাওয়ার্ড পেলেন ঢাবি অমর একুশে হলের ১৩ শিক্ষার্থী
১০