পুরোনো ভিডিও দিয়ে ছাত্রদল-শিবিরের বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের

বাসস
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৩

ঢাকা, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ হয়েছে— এমন দাবি করে ছড়ানো একটি ভিডিও আসলে পুরোনো এবং ভিন্ন ঘটনার বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ইন্টারনেটে ছড়ানো ভিডিওটির সঙ্গে জাকসু নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এমনকি এটি সাম্প্রতিক সময়েরও নয়। ওই ভিডিও ছাত্রদল-শিবিরের কোন সংঘর্ষেরও নয়। প্রকৃতপক্ষে, এটি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনের ভিডিও।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, আলোচিত ভিডিও থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে একাত্তর টিভির ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১৬ জুলাই প্রকাশিত ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জড়ো হচ্ছে কোটা আন্দোলনকারীরা’ শিরোনামের ভিডিও পাওয়া যায়। সেখান থেকেও নিশ্চিত হওয়া গেছে, এটি গণঅভ্যুত্থান চলাকালীন আন্দোলনের ভিডিও।

তাছাড়া, কোনো গণমাধ্যম বা অন্য কোন নির্ভরযোগ্য সূত্রে জাকসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবির সংঘর্ষে জড়িয়েছে— এমন তথ্য পাওয়া যায়নি।

বাংলাফ্যাক্ট বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভিডিওতে যে দাবি করা হয়েছে, তা মিথ্যা এবং এটি ভিন্ন ঘটনার একটি পুরোনো ভিডিও।

বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে কাজ করছে বাংলাফ্যাক্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্যহীন সমাজ গঠনে মানবতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান : মানবাধিকার কনভেনশনে বক্তারা
সিআইডির ছায়া তদন্তে ডাকাতির রহস্য উদঘাটন ও ডাকাত সর্দার গ্রেফতার
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
১০