পশ্চিম আফ্রিকার উপকূলে নৌ-দুর্ঘটনায় ৫ মৌরিতানিয়ান নিখোঁজ

বাসস
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৬

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : পশ্চিম আফ্রিকার দেশটির উপকূলে দুটি মাছ ধরার নৌকার মধ্যে সংঘর্ষ হয়েছে। ওই সংঘর্ষের ফলে পাঁচ মৌরিতানীয় নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। 

মৌরিতানীয় উপকূলরক্ষী ও স্প্যানিশ সামুদ্রিক উদ্ধার পরিষেবা শনিবার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে।

মৌরিতানিয়ার উপকূলরক্ষী বাহিনীর একটি সূত্র এএফপিকে জানায়, শুক্রবার গাম্বিয়ার পতাকাবাহী ‘গ্রে হোয়েল’ ও মৌরিতানিয়ার ‘তাফ্রা ৩’ নামের জাহাজের মধ্যে সংঘর্ষের পর আটলান্টিক ঢেউ থেকে তিন স্প্যানিয়ার্ডসহ একুশ জনকে উদ্ধার ও রক্ষা করা হয়েছে।

স্প্যানিশ উদ্ধারকারীরা এর আগে এএফপিকে প্রথম নৌকাটির নাম ‘রাইট হোয়েল’ বলে জানিয়েছিল।

সূত্র এবং স্প্যানিশ সামুদ্রিক উদ্ধার পরিষেবার একজন মুখপাত্র জানিয়েছেন, ‘সংঘর্ষের পর ‘তাফ্রা ৩’ ডুবে যাওয়ায় ২৬ সদস্যের ক্রুদের মধ্যে পাঁচজন নিখোঁজ রয়েছেন’। 

মুখপাত্র আরও বলেন, ‘মৌরিতানিয়ায় পাঁচ জন নাগরিক  নিখোঁজ রয়েছেন এবং তিন জন স্প্যানিশ নাগরিককে উদ্ধার করা হয়েছে।’ 

মৌরিতানিয়ার কোস্টগার্ড সূত্র জানিয়েছে, নিখোঁজ মৌরিতানীয়দের মধ্যে একজন কর্মকর্তা রয়েছেন।

একই সূত্র আরও জানিয়েছে, অনুসন্ধান ও উদ্ধার অভিযানের সমন্বয়ের জন্য মৌরিতানীয় কোস্টগার্ডের একটি টহল নৌকা ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সহায়তায় জন্য বেশ কয়েকটি মাছ ধরার নেকা এবং একটি স্প্যানিশ হেলিকপ্টারও রয়েছে।

মৌরিতানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তদন্ত শুরু করা হয়েছে।

গ্যালিসিয়া অঞ্চলের সরকার জানায়, তিন জন স্পেনের অধিবাসীর মধ্যে দুজন জাহাজের ক্যাপ্টেন ও একজন ইঞ্জিনিয়ার ।

গ্যালিসিয়ান কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘সমুদ্রে নিখোঁজ পাঁ চজনকে খুঁজে পাওয়া যাবে বলে তারা আশাবাদী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০