লালমনিরহাটে গণ-অভ্যুত্থান ও রেমিট্যান্স দিবস উপলক্ষে আলোচনা সভা

বাসস
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১৫:০৭
ছবি : বাসস

লালমনিরহাট,২আগস্ট,২০২৫ (বাসস):ছাত্র জনতার গণ-অভ্যুত্থান স্মরণ ও রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপন উপলক্ষে জেলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে জেলা প্রশাসন, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি), জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের যৌথ উদ্যোগে।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, ‘জুলাই মাসের ঐতিহাসিক ছাত্র জনতার আত্মত্যাগ আমাদের গর্ব। আমরা তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। 

একইসঙ্গে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।’

তিনি আরও বলেন, ‘বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে প্রতারণার শিকার যেন না হতে হয়, সেজন্য সংশ্লিষ্ট দপ্তর ও পরিবারগুলোকে আরও সচেতন হতে হবে।’

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল হোসেন, জেলা টিটিসির অধ্যক্ষ আইনুল হক, এ্যাড. আঞ্জুমানারা বেগম শাপলা এবং প্রবাসী কল্যাণ সেন্টার রংপুরের কাউন্সিলর মো. তরিকুল ইসলাম। এছাড়াও সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, দেশের অর্থনীতির চালিকাশক্তি রেমিট্যান্স যোদ্ধারা। তাদের অবদানকে যথাযথভাবে সম্মান ও সুরক্ষা দিতে হলে সচেতনতা বাড়ানো এবং দক্ষতা উন্নয়নের কার্যকর উদ্যোগ নিতে হবে।

সভা শেষে রেমিট্যান্স যোদ্ধা দিবস উপলক্ষে প্রবাসীদের সম্মানে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সম্পর্ক হবে সম্মানের ভিত্তিতে: জামায়াত আমির
রাজবাড়ীতে তথ্য অফিসের উঠান বৈঠক
নরসিংদীতে বাসের ধাক্কায় অটোচালকসহ নিহত ৩
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ১৫১
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
আমেরিকার কাছে ভেনিজুয়েলার মাদুরো: ‘দয়া করে কোনো পাগলাটে যুদ্ধ নয়!’
সুনামগঞ্জে যুব সংগঠনের মধ্যে অনুদানের চেক বিতরণ
রাশিয়ার সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে সহায়তার পথে অগ্রগতি ইইউ’র
সুনামগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
কুড়িগ্রামে ড্রাম ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত
১০