লালমনিরহাটে গণ-অভ্যুত্থান ও রেমিট্যান্স দিবস উপলক্ষে আলোচনা সভা

বাসস
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১৫:০৭
ছবি : বাসস

লালমনিরহাট,২আগস্ট,২০২৫ (বাসস):ছাত্র জনতার গণ-অভ্যুত্থান স্মরণ ও রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপন উপলক্ষে জেলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে জেলা প্রশাসন, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি), জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের যৌথ উদ্যোগে।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, ‘জুলাই মাসের ঐতিহাসিক ছাত্র জনতার আত্মত্যাগ আমাদের গর্ব। আমরা তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। 

একইসঙ্গে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।’

তিনি আরও বলেন, ‘বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে প্রতারণার শিকার যেন না হতে হয়, সেজন্য সংশ্লিষ্ট দপ্তর ও পরিবারগুলোকে আরও সচেতন হতে হবে।’

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল হোসেন, জেলা টিটিসির অধ্যক্ষ আইনুল হক, এ্যাড. আঞ্জুমানারা বেগম শাপলা এবং প্রবাসী কল্যাণ সেন্টার রংপুরের কাউন্সিলর মো. তরিকুল ইসলাম। এছাড়াও সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, দেশের অর্থনীতির চালিকাশক্তি রেমিট্যান্স যোদ্ধারা। তাদের অবদানকে যথাযথভাবে সম্মান ও সুরক্ষা দিতে হলে সচেতনতা বাড়ানো এবং দক্ষতা উন্নয়নের কার্যকর উদ্যোগ নিতে হবে।

সভা শেষে রেমিট্যান্স যোদ্ধা দিবস উপলক্ষে প্রবাসীদের সম্মানে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তানকে ৪ উইকেটে পরাজিত করে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
ভাষাসৈনিক আহমদ রফিকের পরলোকগমন
বিশেষ অভিযানে রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জন গ্রেফতার
বাংলাদেশকে ১৫২ রানের লক্ষ্য দিল আফগানিস্তান
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
ফ্রান্স দলে ডাক পেলেন মাতেতা
টি২০ বিশ্বকাপের টিকিট পেল নামিবিয়া
সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন
গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা
১০