মুন্সীগঞ্জ, ২ আগস্ট, ২০২৫ ( বাসস ) : জেলার গজারিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাগর মিয়া ( ৩০ ) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মৃত সাগর মিয়া গজারিয়া উপজেলার উত্তর ফুলদি গ্রামের আজিবর প্রধানের ছেলে।
গজারিয়া থানা পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাত ৯ টায় উত্তর ফুলদি গ্রামে নিজেদের নির্মাণাধীন ভবনে মোটরদিয়ে পানি দেবার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় সাগর।পরে তাকে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে গজারিয়া থানায় একটি ইউডি মামরা দায়ের করা হয়েছে।