দিনাজপুরে ইউক্যালিপ্টাসের চারা নিধন

বাসস
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১৬:৩৬
ইউক্যালিপ্টাসের চারা নিধন। ছবি : বাসস

দিনাজপুর, ২ আগস্ট ২০২৫ (বাসস): জেলার ফুলবাড়ী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ইউক্যালিপ্টাস গাছের প্রায় সাড়ে ৪ হাজার চারা ধ্বংস করা হয়েছে।

আজ শনিবার দুপুর আড়াই টার দিকে উপজেলার আলাদীপুর ইউনিয়নে ও এলুয়াড়ী ইউনিয়নে অভিযান চালানো হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসাহাক আলী।

এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মো. শাহানুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান খান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাকির হোসেন প্রমুখ।

কৃষি কর্মকর্তা শাহানুর রহমান জানান, গত ১৫ মে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন-১ অধিশাখা থেকে আকাশমনি ও ইউক্যালিপ্টাস গাছের চারা নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়। 

এই নির্দেশনার আলোকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার আলাদীপুর ইউনিয়নের রাঙ্গামাটি এলাকায় দুই বোন নার্সারিতে অভিযান চালিয়ে ২ হাজার ৫ শত এবং এলুয়াড়ী ইউনিয়নের গণিপুর এলাকায় সুধীর নার্সারিতে ২ হাজার ইউক্যালিপ্টাস চারা ধ্বংস করা হয়েছে।

ইউএনও ইসাহাক আলী জানান, এসব গাছের পানি শোষণ ক্ষমতা বেশি ও মাটিকে রুক্ষ করে তোলে। তাই দেশের জীব-বৈচিত্র্য রক্ষায় আগ্রাসী প্রজাতির গাছের চারা রোপণের পরিবর্তে দেশি প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে বনায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।

সেই লক্ষ্য বাস্তবায়নে সচেতনতা বৃদ্ধিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তানকে ৪ উইকেটে পরাজিত করে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
ভাষাসৈনিক আহমদ রফিকের পরলোকগমন
বিশেষ অভিযানে রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জন গ্রেফতার
বাংলাদেশকে ১৫২ রানের লক্ষ্য দিল আফগানিস্তান
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
ফ্রান্স দলে ডাক পেলেন মাতেতা
টি২০ বিশ্বকাপের টিকিট পেল নামিবিয়া
সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন
গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা
১০