আজ মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু

বাসস
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১৬:৫২
কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু। ছবি : বাসস

রাঙ্গামাটি,২ আগস্ট ২০২৫(বাসস): তিন মাস নিষেধাজ্ঞা শেষ হওয়ায় আজ মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে আবারো মাছ আহরণ শুরু হবে। 

বাসসকে এ খবর নিশ্চিত করেছেন রাঙ্গামাটি বিএফডিসি ম্যানেজার কমান্ডার  মো. ফয়েজ আল করিম।

দীর্ঘ ৩ মাস ২ দিন (৯৪দিন) পর মাছ আহরণে নিষেধাজ্ঞা শেষে আজ শনিবার রাত  ১২ টা ১ মিনিট থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণে নামবেন জেলেরা।

মধ্যরাত থেকে মাছ আহরণের কারণে  কর্মচঞ্চল হয়ে উঠেছে জেলার মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাট। 

মাছ আহরণের সময় ঘনিয়ে আসায় আবারো জমজমাট হয়ে উঠেছে এই ঘাট। বর্তমানে মাছ ব্যবসায়ী ও  শ্রমিকরা খুবই ব্যস্ত সময় পার করছে।

রাঙ্গামাটি মৎস্য ব্যবসায়ী সমিতির নেতা মো. হারুনুর রশীদ বাসসকে জানান, আজ মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণের কারণে মাছ ব্যবসার সঙ্গে জড়িত সকলেই অত্যন্ত ব্যস্ত সময় পার করছি। 

সকল ব্যবসায়ীরা মাছ পরিবহনের জন্য  ড্রাম, বরফ ভাঙ্গার মেশিনসহ সকল কিছুর প্রস্তুতি কাজ শেষ করেছে। 

দীর্ঘ সময় বেকার থাকার পর আবারো কাজ শুরু হওয়ায় আমরা সকলেই খুশি। হ্রদে পর্যাপ্ত পানি থাকাসহ পরিবেশ পরিস্থিতি অনুকুলে থাকায় এবার মাছ ব্যবসা ভাল হবে এমনটাই প্রত্যাশা ব্যাবসায়ীদের।

গত ১লা মে থেকে ৩১ জুলাই পর্যন্ত  কাপ্তাই হ্রদে তিনমাসের মাছ আহরণের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলেও,  বিএফডিসির প্রস্তুতির জন্য নিষেধাজ্ঞা আরো দুই দিন বাড়িয়ে ২ আগস্ট পর্যন্ত হ্রদ থেকে মাছ আহরণ বন্ধ রাখা হয়।

৭২৫ বর্গকিলোমিটারের কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করা, অবমুক্ত করা পোনা মাছের সুষ্ঠু বৃদ্ধির জন্য প্রতিবছর ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত কাপ্তাই হ্রদে তিন মাস মাছ শিকার বন্ধ রাখা হয়। এই হ্রদে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন প্রায় ২৭হাজার জেলে।

প্রতি বছর হ্রদে মাছ ধরা বন্ধকালীন সময় তিন মাস বেকার জেলে পরিবারকে ভিজিএফের মাধ্যমে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

এ বছর সাড়ে ৮ হাজার মেট্রিক টন মৎস্য আহরণের বিপরীতে সাড়ে ১৯ কোটি টাকা রাজস্ব আদায় করে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে ইতালির প্রধানমন্ত্রীর সফর স্থগিত, বাতিল নয় : বাংলাফ্যাক্ট
নরসিংদীর রায়পুরায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
স্বৈরাচার সরকার উন্নয়নের নামে দেশের পরিবেশ ধ্বংস করে দিয়েছে : ড. আব্দুল মঈন খান
জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু
বুটেক্সিয়ান সোসাইটির ‘নির্মমতার আঁতুড়ঘর: প্রসঙ্গ বুটেক্স ছাত্রলীগ’ বইয়ের মোড়ক উন্মোচন
রাজনৈতিক নেতাকর্মীরাই আসল সমাজকর্মী ও সংস্কারক: এমরান সালেহ প্রিন্স
লালবাগে ডিএমপির অভিযানে ১৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে : ডিএমপি কমিশনার
জনগণ পিআর পদ্ধতির সাথে পরিচিত নয় : রিজভী
কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পার্বত্য উপদেষ্টার
১০