জয়পুরহাটে র‌্যাবের অভিযানে ৩ মাদক কারবারি আটক

বাসস
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১৬:৫৪ আপডেট: : ০২ আগস্ট ২০২৫, ১৭:২৪
জয়পুরহাটের আক্কেলপুরে অভিযান চালিয়ে মাদকসহ তিন কারবারিকে আটক করে র‌্যাব। ছবি: বাসস

জয়পুরহাট, ২ আগস্ট ২০২৫ (বাসস) : জেলার আক্কেলপুরে অভিযান চালিয়ে মাদকসহ তিন কারবারিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

গ্রেপ্তারকৃতরা হলেন, বদলগাছি উপজেলার তেতুলিয়া গ্রামের জাকির হোসেনের ছেলে আক্কেল আলী (৩২), তার স্ত্রী রাজেনা খাতুন (২৬) ও কাবিলের স্ত্রী মর্জিনা খাতুন (২৮)।

র‌্যাব-৫ সিপিসি ৩ জয়পুরহাট ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে র‌্যাব সদস্যরা আক্কেলপুরের সোনামূখী এলাকায় অভিযান চালায়।

সেখান থেকে ওই তিনজনকে ১৪ কেজি গাঁজা, ২টি মোবাইল, ১টি অটোরিকশাসহ আটক করা হয়।  

র‌্যাব জানিয়েছে, আটককৃতরা এলাকায় চিহ্নিত মাদক কারবারি। তারা আন্তঃজেলা মাদকচক্রের সদস্য। 

দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে সিলেট-হবিগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে খুচরা ও পাইকারি বিক্রয় করে আসছিলেন।

আটকদের বিরুদ্ধে আক্কেলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজবাড়ীতে তথ্য অফিসের উঠান বৈঠক
নরসিংদীতে বাসের ধাক্কায় অটোচালকসহ নিহত ৩
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ১৫১
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
আমেরিকার কাছে ভেনিজুয়েলার মাদুরো: ‘দয়া করে কোনো পাগলাটে যুদ্ধ নয়!’
সুনামগঞ্জে যুব সংগঠনের মধ্যে অনুদানের চেক বিতরণ
রাশিয়ার সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে সহায়তার পথে অগ্রগতি ইইউ’র
সুনামগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
কুড়িগ্রামে ড্রাম ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত
টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে বাস উল্টে মা-মেয়ে নিহত
১০