জয়পুরহাটে র‌্যাবের অভিযানে ৩ মাদক কারবারি আটক

বাসস
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১৬:৫৪ আপডেট: : ০২ আগস্ট ২০২৫, ১৭:২৪
জয়পুরহাটের আক্কেলপুরে অভিযান চালিয়ে মাদকসহ তিন কারবারিকে আটক করে র‌্যাব। ছবি: বাসস

জয়পুরহাট, ২ আগস্ট ২০২৫ (বাসস) : জেলার আক্কেলপুরে অভিযান চালিয়ে মাদকসহ তিন কারবারিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

গ্রেপ্তারকৃতরা হলেন, বদলগাছি উপজেলার তেতুলিয়া গ্রামের জাকির হোসেনের ছেলে আক্কেল আলী (৩২), তার স্ত্রী রাজেনা খাতুন (২৬) ও কাবিলের স্ত্রী মর্জিনা খাতুন (২৮)।

র‌্যাব-৫ সিপিসি ৩ জয়পুরহাট ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে র‌্যাব সদস্যরা আক্কেলপুরের সোনামূখী এলাকায় অভিযান চালায়।

সেখান থেকে ওই তিনজনকে ১৪ কেজি গাঁজা, ২টি মোবাইল, ১টি অটোরিকশাসহ আটক করা হয়।  

র‌্যাব জানিয়েছে, আটককৃতরা এলাকায় চিহ্নিত মাদক কারবারি। তারা আন্তঃজেলা মাদকচক্রের সদস্য। 

দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে সিলেট-হবিগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে খুচরা ও পাইকারি বিক্রয় করে আসছিলেন।

আটকদের বিরুদ্ধে আক্কেলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুক্তরাজ্যে গ্রীষ্মকালীন শিবিরে শিশু অসুস্থের ঘটনায় অভিযুক্ত একজন গ্রেফতার 
হাতে সময় নিয়ে বের হতে এইচএসসি-বিসিএস পরীক্ষার্থীদের প্রতি আহ্বান ডিএমপির
কোচিং ক্যারিয়ার নিয়ে আগ্রহ দেখিয়েছেন ক্রিকেটাররা
ভোলায় ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ 
যুক্তরাষ্ট্রের শুল্ক হ্রাস বাংলাদেশের পোশাক শিল্পের জন্য ‘বড় স্বস্তির’ খবর : বিজিএমইএ সভাপতি
পিআইবি’র গণমাধ্যম ও সাংবাদিকতায় মাস্টার্সের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত
‘কাস্টমস এবং ভ্যাট সংশ্লিষ্ট আইন ও বিধির প্রায়োগিক দিক’ শীর্ষক কর্মশালা 
নীলফামারীতে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক সমাবেশ 
শাহবাগে জুলাই যোদ্ধাদের পক্ষে-বিপক্ষে মারামারিতে দেশের মানুষ ব্যথিত হয়েছে : এ্যানি
উত্তরায় সেদিন বেধড়ক মারধর করা হয় ছাত্রীদের 
১০