জয়পুরহাটে র‌্যাবের অভিযানে ৩ মাদক কারবারি আটক

বাসস
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১৬:৫৪ আপডেট: : ০২ আগস্ট ২০২৫, ১৭:২৪
জয়পুরহাটের আক্কেলপুরে অভিযান চালিয়ে মাদকসহ তিন কারবারিকে আটক করে র‌্যাব। ছবি: বাসস

জয়পুরহাট, ২ আগস্ট ২০২৫ (বাসস) : জেলার আক্কেলপুরে অভিযান চালিয়ে মাদকসহ তিন কারবারিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

গ্রেপ্তারকৃতরা হলেন, বদলগাছি উপজেলার তেতুলিয়া গ্রামের জাকির হোসেনের ছেলে আক্কেল আলী (৩২), তার স্ত্রী রাজেনা খাতুন (২৬) ও কাবিলের স্ত্রী মর্জিনা খাতুন (২৮)।

র‌্যাব-৫ সিপিসি ৩ জয়পুরহাট ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে র‌্যাব সদস্যরা আক্কেলপুরের সোনামূখী এলাকায় অভিযান চালায়।

সেখান থেকে ওই তিনজনকে ১৪ কেজি গাঁজা, ২টি মোবাইল, ১টি অটোরিকশাসহ আটক করা হয়।  

র‌্যাব জানিয়েছে, আটককৃতরা এলাকায় চিহ্নিত মাদক কারবারি। তারা আন্তঃজেলা মাদকচক্রের সদস্য। 

দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে সিলেট-হবিগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে খুচরা ও পাইকারি বিক্রয় করে আসছিলেন।

আটকদের বিরুদ্ধে আক্কেলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রতি মাসে আড়াই কোটি টাকার কাঁচা মরিচ বিক্রি হয় নওগাঁর মোমনিপুর হাটে
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে গ্রেফতার ১,৮০৯
পটুয়াখালীতে যৌথ অভিযানে অবৈধ ট্রলিং বোটসহ ১৪ জেলে আটক
সিলেটে ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার 
আইএমও কাউন্সিলে সমর্থনের প্রত্যাশায় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নৈশভোজ
রাজধানীতে কুড়িয়ে পাওয়া ৫০ হাজার টাকা মালিককে ফিরিয়ে দিলেন এসআই 
দিনাজপুরের বীরগঞ্জ বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা
টি-টোয়েন্টিতে ৫০ উইকেট ক্লাবে রিশাদ
ময়মনসিংহে ৫,৪৪৬ কেজি পলিথিন জব্দ
টি-টোয়েন্টি বাংলাদেশে সর্বোচ্চ ছক্কার মালিক লিটন
১০