নেত্রকোনা, ২ আগস্ট ২০২৫ (বাসস): ‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার-বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার’ প্রতিপাদ্য নিয়ে নেত্রকোনায় রেমিট্যান্স যোদ্ধা দিবস পালিত হয়েছে।
ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা হয়। এবং সর্বোচ্চ রেমিটেন্স পাঠানো প্রবাসীদের সম্মাননা জানানো হয়।
আজ শনিবার দুপুর বারোটায় নেত্রকোনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) হলরুমে এ আলোচনার আয়োজন করে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং প্রবাসী কল্যাণ ব্যাংক।
আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিদেশগমন ইচ্ছুক যুবকসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ি
বদেশ যেতে ইচ্ছুক যুবকদের সঙ্গে প্রশিক্ষণসহ সহজ উপায়ে যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করেন কাতার প্রবাসী নজরুল ইসলাম, সৌদি আরব প্রবাসী মামুন মিয়া ও জাপানের সোহাগ মিয়া।
টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ছাদরুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মো. আরিফুল ইসলাম সরদার।
এ সময় দেশে গত এক বছরে পাঠানো সর্বোচ্চ দুই রেমিট্যান্স যোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়। তাদের পক্ষে স্বজনরা ক্রেস্ট গ্রহণ করেন।
সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানো সিঙ্গাপুর প্রবাসী মোজাম্মেল হক পাঠিয়েছেন ১ কোটি ৬৪ লাখ ৮৬ হাজার ১২৪ টাকা। সংযুক্ত আরব আমিরাতে থাকা মোহাম্মদ মনিরুজ্জামান মনির পাঠিয়েছেন ১ কোটি ১৬ লাখ ৭১ হাজার টাকা।
অনুষ্ঠানে জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ লেহাজ উদ্দিন, নেত্রকোনা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) চম্পক দাম, প্রবাসী কল্যাণ ব্যাংকের জেলা শাখার ব্যবস্থাপক ফরহাদ হোসেন, গণমাধ্যম কর্মী আলপনা বেগম, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিফাত রেদোয়ান জয় বক্তব্য দেন।