মাগুরায় রেমিট্যান্স যোদ্ধা দিবস পালিত

বাসস
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১৮:২৭
মাগুরা টিটিসি’তে শনিবার ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস ২০২৫’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান। ছবি : বাসস

মাগুরা, ২ আগস্ট, ২০২৫ (বাসস) : মাগুরা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (টিটিসি) আজ ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস ২০২৫’ পালিত হয়েছে। ঐতিহাসিক জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের স্মরণে ও অর্থনীতিতে প্রবাসীদের অবদানের স্বীকৃতি দিতে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে মাগুরা টিটিসি, জেলা বৈদেশিক কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় এবং প্রবাসী কল্যাণ ব্যাংক। এতে সহযোগিতা করে মাগুরা জেলা প্রশাসন।

মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাশ্বতী শীল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। নিজেদের পরিবারের পাশাপাশি জাতীয় উন্নয়নে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিদেশে শ্রম দিয়ে যারা দেশের অর্থনীতিকে সচল রেখেছেন, তাদের যথাযথ স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে জেলার সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ১০ জন প্রবাসীকে ক্রেস্ট দিয়ে সম্মান জানানো হয়। তাদের পক্ষে পরিবারের সদস্যরা এই সম্মাননা গ্রহণ করেন।

বক্তারা আরও বলেন, টিটিসির দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মসূচি এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের আর্থিক সহায়তা বিদেশে কর্মসংস্থানে বড় ভূমিকা রাখছে।

এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে ও আরও বিস্তারে সরকার ও বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন বক্তারা।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাসহ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী, প্রবাসীদের স্বজন ও অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেপালের সাথে বাংলাদেশের হতাশাজনক ড্র
ছয়টি বিনিয়োগ সংস্থার একীভূতকরণ প্রস্তাব পরীক্ষা করতে কমিটি গঠন
রাজধানীতে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ বাস্তবায়নে ৬৪ জেলার উদ্যোক্তাদের নিয়ে কর্মশালা
টাঙ্গাইলে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ
ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৯২৩
শিল্প ও শিক্ষার যৌথ গবেষণায় নতুন যুগের সূচনা করলো খুলনা বিশ্ববিদ্যালয়
সিলেটের জনজীবনে প্রভাব ফেলতে পারেনি লক ডাউন
দেশে গণতন্ত্র ফেরাতে হলে নির্বাচনই একমাত্র বিকল্প : মির্জা ফখরুল
৫শ উইকেটের ক্লাবে তাইজুল
১০