কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, একই পরিবারে চারজনসহ নিহত ৫

বাসস
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১৯:০৩

কক্সবাজার, ২ আগস্ট, ২০২৫ (বাসস) : কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের চারজনসহ সিএনজিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন শিশু ও দুইজন নারী রয়েছেন।

আজ শনিবার দুপুর দেড়টার দিকে রশিদনগর ইউনিয়নের ধলিরছড়া রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অটোরিকশাচালক হাবিব উল্লাহ (৫০), যাত্রী রেনু আরা (৪৫), তার বোন আসমা আরা (১৩), রেনু আরার তিন বছর ও দেড় বছর বয়সী দুই ছেলে আশেক উল্লাহ ও আতা উল্লাহ।

তথ্য নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান। 

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি রেল ক্রসিং পার হওয়ার সময় অটোরিকশাটি রেল বিটে উঠে গেলে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটি রেল ক্রসিং অতিক্রমকালে অটোরিকশাকে ধাক্কা দিয়ে টেনে প্রায় দুই কিলোমিটার দূরে নিয়ে যায়। 

রশিদনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মালেক মাসুম বলেন, দুপুরে কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি ট্রেন ধলিরছড়া রেল ক্রসিংয়ে একটি যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে চালক ও যাত্রীরা নিহত হয়েছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তানকে ৪ উইকেটে পরাজিত করে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
ভাষাসৈনিক আহমদ রফিকের পরলোকগমন
বিশেষ অভিযানে রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জন গ্রেফতার
বাংলাদেশকে ১৫২ রানের লক্ষ্য দিল আফগানিস্তান
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
ফ্রান্স দলে ডাক পেলেন মাতেতা
টি২০ বিশ্বকাপের টিকিট পেল নামিবিয়া
সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন
গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা
১০