কিশোরগঞ্জে চারটি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ টাকা জরিমানা

বাসস
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ২০:৫২
আজ কিশোরগঞ্জে চারটি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ টাকা জরিমানা। ছবি : বাসস

কিশোরগঞ্জ, ২ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলায় আজ সদর, করিমগঞ্জ ও তাড়াইল উপজেলায় পৃথক অভিযানে চারটি খাদ্য প্রস্তুতকারি ও বিক্রেতা প্রতিষ্ঠানকে মোট চারলাখ টাকা জরিমানা ও একটি প্রতিষ্ঠানের মালিককে জেল হাজতে পাঠিয়েছে বিশুদ্ধ খাদ্য আদালত।

আজ শনিবার দিনব্যাপী সদর ও করিমগঞ্জ উপজেলায় বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান পরিচালনাকালে কিশোরগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের এসব জরিমানা ও দন্ডাদেশ প্রদান করেন। 

বিশুদ্ধ খাদ্য আদালত সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ জেলা শহরের শোলাকিয়ার বাগানবাড়ী এলাকায় আমার ফুড প্রোডাক্টস অস্বাস্থ্যকর পরিবেশ, অননুমোদিত রঙ ব্যবহার ও বাধ্যতামূলক নিবন্ধন না থাকায় একলাখ টাকা, জেলার করিমগঞ্জ উপজেলার গাঙ্গাইল পাঠানপাড়া এলাকার স্বপন চন্দ্রকে নিবন্ধনবিহীন কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনের দায়ে একলাখ টাকা, করিমগঞ্জ সদর বাজারের অঞ্জনা বেকারিকে অস্বাস্থ্যকর পরিবেশসহ অন্যান্য খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনে দায়ে একলাখ টাকা এবং জেলার তাড়াইল উপজেলা সদর বাজারের মায়ের দোয়া রেস্টুরেন্টকে অস্বাস্থ্যকর পরিবেশ ও ফ্রিজে বাসী জিলাপি সংরক্ষণের দায়ে একলাখ টাকা জরিমানা করা হয় এবং একই বাজারের রানা রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডারে অস্বাস্থ্যকর পরিবেশ ও নিরাপদ খাদ্য আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে মালিক রানাকে জেল হাজতে পাঠানো হয়।

অভিযানকালে কিশোরগঞ্জের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম তালুকদার, জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল-সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে ইতালির প্রধানমন্ত্রীর সফর স্থগিত, বাতিল নয় : বাংলাফ্যাক্ট
নরসিংদীর রায়পুরায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
স্বৈরাচার সরকার উন্নয়নের নামে দেশের পরিবেশ ধ্বংস করে দিয়েছে : ড. আব্দুল মঈন খান
জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু
বুটেক্সিয়ান সোসাইটির ‘নির্মমতার আঁতুড়ঘর: প্রসঙ্গ বুটেক্স ছাত্রলীগ’ বইয়ের মোড়ক উন্মোচন
রাজনৈতিক নেতাকর্মীরাই আসল সমাজকর্মী ও সংস্কারক: এমরান সালেহ প্রিন্স
লালবাগে ডিএমপির অভিযানে ১৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে : ডিএমপি কমিশনার
জনগণ পিআর পদ্ধতির সাথে পরিচিত নয় : রিজভী
কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পার্বত্য উপদেষ্টার
১০