কিশোরগঞ্জে চারটি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ টাকা জরিমানা

বাসস
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ২০:৫২
আজ কিশোরগঞ্জে চারটি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ টাকা জরিমানা। ছবি : বাসস

কিশোরগঞ্জ, ২ আগস্ট, ২০২৫ (বাসস) : জেলায় আজ সদর, করিমগঞ্জ ও তাড়াইল উপজেলায় পৃথক অভিযানে চারটি খাদ্য প্রস্তুতকারি ও বিক্রেতা প্রতিষ্ঠানকে মোট চারলাখ টাকা জরিমানা ও একটি প্রতিষ্ঠানের মালিককে জেল হাজতে পাঠিয়েছে বিশুদ্ধ খাদ্য আদালত।

আজ শনিবার দিনব্যাপী সদর ও করিমগঞ্জ উপজেলায় বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান পরিচালনাকালে কিশোরগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের এসব জরিমানা ও দন্ডাদেশ প্রদান করেন। 

বিশুদ্ধ খাদ্য আদালত সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ জেলা শহরের শোলাকিয়ার বাগানবাড়ী এলাকায় আমার ফুড প্রোডাক্টস অস্বাস্থ্যকর পরিবেশ, অননুমোদিত রঙ ব্যবহার ও বাধ্যতামূলক নিবন্ধন না থাকায় একলাখ টাকা, জেলার করিমগঞ্জ উপজেলার গাঙ্গাইল পাঠানপাড়া এলাকার স্বপন চন্দ্রকে নিবন্ধনবিহীন কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনের দায়ে একলাখ টাকা, করিমগঞ্জ সদর বাজারের অঞ্জনা বেকারিকে অস্বাস্থ্যকর পরিবেশসহ অন্যান্য খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনে দায়ে একলাখ টাকা এবং জেলার তাড়াইল উপজেলা সদর বাজারের মায়ের দোয়া রেস্টুরেন্টকে অস্বাস্থ্যকর পরিবেশ ও ফ্রিজে বাসী জিলাপি সংরক্ষণের দায়ে একলাখ টাকা জরিমানা করা হয় এবং একই বাজারের রানা রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডারে অস্বাস্থ্যকর পরিবেশ ও নিরাপদ খাদ্য আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে মালিক রানাকে জেল হাজতে পাঠানো হয়।

অভিযানকালে কিশোরগঞ্জের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম তালুকদার, জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল-সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফিরে দেখা জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪, ২ আগস্ট : সিলেটে গণমিছিলে পুলিশের হামলা, ছাত্র-জনতার প্রতিরোধ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া সমাপ্ত, প্রতিরক্ষা সম্পর্ক জোরদার হবে
চাঁদপুরে তিনজন জুলাই রেমিট্যান্স যোদ্ধাকে সম্মাননা প্রদান
ফেনীতে রেমিট্যান্স যোদ্ধা দিবসে সম্মাননা ও শিক্ষাবৃত্তি প্রদান
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, আক্রান্ত ২০৯
করোনায় আরও ২ জন আক্রান্ত
গণঅভ্যুত্থানের গ্রাফিতি অঙ্কিত রিকশা র‌্যালি আগামীকাল
অন্যায়ের সমাজ ভেঙে নতুন সমাজ গড়ে তুলতে হবে : শারমীন মুরশিদ
সাম্প্রতিক দুর্ঘটনায় নিহত মাইলস্টোনের শিক্ষার্থীদের প্রতি বিমানবাহিনীর শ্রদ্ধা
গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের পথকে দীর্ঘায়িত করলে মানুষ আবার জেগে উঠবে : মঈন খান
১০