জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন আয়োজনের আহ্বান নাহিদ ইসলামের

বাসস
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ২১:০৯ আপডেট: : ০২ আগস্ট ২০২৫, ২১:১৪
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ফাইল ছবি

ঢাকা, ২ আগস্ট, ২০২৫(বাসস) : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সরকারকে জুলাই সনদের ভিত্তিতে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, আগামী নির্বাচন অবশ্যই জুলাই সনদের ভিত্তিতে হতে হবে এবং সেই অনুযায়ী পরবর্তী জাতীয় সংসদ গঠিত হতে হবে। ‘জুলাই ঘোষণাপত্র’ অবশ্যই  সাংবিধানিক স্বীকৃতি পেতে হবে।

আজ শনিবার রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারকে অবশ্যই জুলাই সনদের বিষেয়ে সিদ্ধান্ত নিতে হবে। আমরা সংস্কারের কাজ পুরোপুরি নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেব না।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে আমরা জেনেছি, আগামী ৫ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করা হবে। এটাকে আমরা স্বাগত জানাই। তবে ৫ আগস্টের মধ্যেই জুলাই সনদ নিয়ে একটি পরিষ্কার সিদ্ধান্তও নিতে হবে।

নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের অধিকাংশ বিষয়েই ইতোমধ্যে ঐকমত্য তৈরি হয়েছে। বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত হলে এবং আইনগত বৈধতা থাকলেই আমরা এতে স্বাক্ষর করব।

দলের পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে গিয়ে তিনি জানান, আগামীকাল (রোববার) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক জনসভায় ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ প্রকাশ করবে এনসিপি।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জুলাই আকাঙ্ক্ষাকে কেউ যদি অপব্যবহার করে, অসৎ উদ্দেশ্যে কাজে লাগায় বা দুর্নীতিতে লিপ্ত হয়, তাহলে তাকে অবশ্যই জবাবদিহির মুখোমুখি হতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে ইতালির প্রধানমন্ত্রীর সফর স্থগিত, বাতিল নয় : বাংলাফ্যাক্ট
নরসিংদীর রায়পুরায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
স্বৈরাচার সরকার উন্নয়নের নামে দেশের পরিবেশ ধ্বংস করে দিয়েছে : ড. আব্দুল মঈন খান
জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু
বুটেক্সিয়ান সোসাইটির ‘নির্মমতার আঁতুড়ঘর: প্রসঙ্গ বুটেক্স ছাত্রলীগ’ বইয়ের মোড়ক উন্মোচন
রাজনৈতিক নেতাকর্মীরাই আসল সমাজকর্মী ও সংস্কারক: এমরান সালেহ প্রিন্স
লালবাগে ডিএমপির অভিযানে ১৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে : ডিএমপি কমিশনার
জনগণ পিআর পদ্ধতির সাথে পরিচিত নয় : রিজভী
কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পার্বত্য উপদেষ্টার
১০