জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন আয়োজনের আহ্বান নাহিদ ইসলামের

বাসস
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ২১:০৯ আপডেট: : ০২ আগস্ট ২০২৫, ২১:১৪
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ফাইল ছবি

ঢাকা, ২ আগস্ট, ২০২৫(বাসস) : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সরকারকে জুলাই সনদের ভিত্তিতে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, আগামী নির্বাচন অবশ্যই জুলাই সনদের ভিত্তিতে হতে হবে এবং সেই অনুযায়ী পরবর্তী জাতীয় সংসদ গঠিত হতে হবে। ‘জুলাই ঘোষণাপত্র’ অবশ্যই  সাংবিধানিক স্বীকৃতি পেতে হবে।

আজ শনিবার রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারকে অবশ্যই জুলাই সনদের বিষেয়ে সিদ্ধান্ত নিতে হবে। আমরা সংস্কারের কাজ পুরোপুরি নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেব না।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে আমরা জেনেছি, আগামী ৫ আগস্ট ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করা হবে। এটাকে আমরা স্বাগত জানাই। তবে ৫ আগস্টের মধ্যেই জুলাই সনদ নিয়ে একটি পরিষ্কার সিদ্ধান্তও নিতে হবে।

নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের অধিকাংশ বিষয়েই ইতোমধ্যে ঐকমত্য তৈরি হয়েছে। বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত হলে এবং আইনগত বৈধতা থাকলেই আমরা এতে স্বাক্ষর করব।

দলের পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে গিয়ে তিনি জানান, আগামীকাল (রোববার) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক জনসভায় ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ প্রকাশ করবে এনসিপি।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জুলাই আকাঙ্ক্ষাকে কেউ যদি অপব্যবহার করে, অসৎ উদ্দেশ্যে কাজে লাগায় বা দুর্নীতিতে লিপ্ত হয়, তাহলে তাকে অবশ্যই জবাবদিহির মুখোমুখি হতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফিরে দেখা জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪, ২ আগস্ট : সিলেটে গণমিছিলে পুলিশের হামলা, ছাত্র-জনতার প্রতিরোধ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া সমাপ্ত, প্রতিরক্ষা সম্পর্ক জোরদার হবে
চাঁদপুরে তিনজন জুলাই রেমিট্যান্স যোদ্ধাকে সম্মাননা প্রদান
ফেনীতে রেমিট্যান্স যোদ্ধা দিবসে সম্মাননা ও শিক্ষাবৃত্তি প্রদান
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, আক্রান্ত ২০৯
করোনায় আরও ২ জন আক্রান্ত
গণঅভ্যুত্থানের গ্রাফিতি অঙ্কিত রিকশা র‌্যালি আগামীকাল
অন্যায়ের সমাজ ভেঙে নতুন সমাজ গড়ে তুলতে হবে : শারমীন মুরশিদ
সাম্প্রতিক দুর্ঘটনায় নিহত মাইলস্টোনের শিক্ষার্থীদের প্রতি বিমানবাহিনীর শ্রদ্ধা
গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের পথকে দীর্ঘায়িত করলে মানুষ আবার জেগে উঠবে : মঈন খান
১০